ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

পাঁচবিবির সোনাপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচন স্থগিত


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ২:৪৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর দারুস সুন্নাহ্ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন পিজাইডিং কর্মকর্তার নোটিসে স্থগিত হয়েছে। নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন নির্বাচিত সদস্যরা। বৃহস্পতিবার (১২ মে) বিকেল ৩টায় মাদ্রাসার অফিসে সভাপতি নির্বাচনের জন্য নির্বাচিত সদস্যদের গত ৯ মে নোটিসের মাধ্যমে জানিয়ে দেন নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।

সদস্যরা নির্ধারিত সময় অনুযায়ী মাদ্রাসায় উপস্থিত হয়ে সুপারের কাছে জানতে পারেন- পিজাইডিং কর্মকর্তা আগামী ১৬ মে তার নিজ কার্যালয়ে সভাপতি নির্বাচন হবে মর্মে সদস্যদের নোটিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই সংবাদ শুনে উপস্থিত সদস্যরা ক্ষোভ ব্যক্ত করেন। মাদ্রাসা নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে আর সেই ষড়যন্ত্রে পিজাইডিং কর্মকর্তার জড়িয়ে পড়ার অভিযোগ করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা বলেন, সভাপতি নির্বাচনের তারিখ টালবাহানা করে নোটিসের মাধ্যমে শেষ মুহূর্তে জানিয়ে দেয়া গভীর ষড়যন্ত্রের অংশ। নির্বাচিত সদস্যরা সভাপতি নির্বাচনের জন্য পাঁচবিবিতে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য আগামী ১৬ মে পিজাইডিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সদস্যদের অংশগ্রহণ করা সম্ভব নয়। আর এভাবেই সভাপতি নির্বাচনের সময় শেষ হয়ে গেলে তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করা সহজ হবে। আমরা মাদ্রাসার কার্যালয়েই মাদ্রাসার সভাপতি নির্বাচনের দাবি জানাচ্ছি।

উপস্থিত দাতা সদস্য ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং মাদ্রাসার সাবেক সভাপতি আফজাল হোসেন আঙ্গুর, মাদ্রাসার শিক্ষক ও সোনাপুর খোর্দ্দমশহুল সমবায় সমিতির সভাপতি আব্দুল লতিফসহ উপস্থিত সকলেই একই দাবি জানান।

অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার দাহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,  ১২ মে বিকেল ৩টায় সভাপতি নির্বাচনের তারিখ পিজাইডিং কর্মকর্তা নোটিসের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। হঠাৎ করে বুধবার রাতে আমাকে ফোন দিয়ে তিনি তার কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আসতে বলেন। আমি বেলা ১১টার দিকে তার কার্যালয়ে যাই। তখন থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত আমাকে তার কার্যালয়ে বসিয়ে রাখেন। শেষ মুহূর্তে এই নোটিশ আমার হাতে ধরিয়ে দেন। নির্বাচনের বিষয়ে পিজাইডিং কর্মকর্তা আমার কোনো পরামর্শ শোনেননি।

অভিযোগের বিষয়ে জানতে পিজাইডিং কর্মকর্তার কাছে মোবাইল করলে তিনি বলেন, অনিবার্য কারণবশত তারিখ পরিবর্তন করা হয়েছে। স্থান মাদ্রাসায় হলে ভালো হনো কি-না এবং তিনি ষড়যন্ত্রে জড়িত কিনা- প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে এড়িয়ে যান।

এমএসএম / জামান

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

নেত্রকোনার মদনে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার