ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

প্রতারনা


মাসুদ রানা মাসুম photo মাসুদ রানা মাসুম
প্রকাশিত: ১৭-৫-২০২২ রাত ৯:৪৬
প্রতারনা
মোঃ মাসুদ রানা মাসুম
 
ছুয়ে দেখা হলো,কাছে পাওয়া হলো না।
নিরবে একাকী বিষন্ন স্বরে 
মুহুর্তের মধুরতা কাটিয়ে 
যুদ্ধে কাতর ভালো থাকার।
আঁধার ঘরে কালো বিড়ালের মিউ!
শ্রবণে আসিল,দেখা হলো না।
রক্তে-মাংসে মিশে যাওয়া অনুভুতি 
অগ্নিতে দাহ, শুধু স্মৃতি। 
পুরিয়ে আমাকে, 
সুখের সমুদ্রে পাড়ি জমানো তোর ভেলা।
বরফের আবরনে বা অগ্নি শিখায় 
কেটে যায় মোর বেলা।
অভিনয়ে সেরা তুই
নাটকে মানায়, বাস্তবে প্রানহারা।
স্নেহময় স্মৃতি উপেক্ষা করে,
ছেরে গেলে বৃথাই।
অপূর্ণ এক বিরহ-কাব্য
প্রতারনায় রং মাখা।

এমএসএম / এমএসএম