ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কাজ করায় আ’লীগের গাজীপুর জেলা কমিটির ওপর ক্ষুব্ধ ওবায়দুল কাদের


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ২:১৭

বিগত স্থানীয় সরকার নির্বাচনে গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমে কাজ করায় জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির ওপর ক্ষুব্ধ হয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঐতিহাসিক গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, দ্বিতীয় গোপালগঞ্জ খ্যাত গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থীরা হেরে যাবে, এটি কখনো মেনে নিতে পারে না দল। আগামীতে এ ধরনের কর্মকাণ্ড না ঘটানোর জন্য কঠোরভাবে দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন কাদের।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা যাদের জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বানাবেন তাদের মেনে নেয়ার জন্যও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন আ’লীগের সাধারণ সম্পাদক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির সঞ্চালনায় প্রথম অধিবেশনে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সদস্য ইকবাল হোসেন অপু, সাহাবুদ্দিন ফরাজী, আবু সাঈদ খোকন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৪ আসনের এমপি সিমিন হোসেন রিমি, সংরক্ষিত আসনের এমপি শামসুনাহার ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্ল্যাহ্ খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতাউল্লাহ্ মণ্ডলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাফী উদ্দিন মোড়ল, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জামিল হাসান দুর্জয়, সদস্য আব্দুল জলিল, জেলা যুবলীগের আহ্বায়ক আলতাফ হোসেন, যুগ্ম-আহ্বায়ক এসএম সেলিম আজাদ, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, বর্তমান সভাপতি সুলতান মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির মোড়লসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা তাদের ভোটের মাধ্যমে জেলা আওয়ামী লীগের নেতৃত্ব বাছাই করবেন।

এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত