শাহজাদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরের যমুনা নদীর তীরে হতদরিদ্র রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুন) বেলা ১১টায় যমুনা অববাহিকার ঠুটিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাকিব হাসনাত এবং ডা. একেম সাইফুল্লাহ। এছাড়াও এসএসিএমও দুজন, স্বাস্থ্য সহকারী দুজন ও সিএইচপি একজন ক্যাম্পে সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, যমুনা তীরের সুবিধাবঞ্চিত রোগীদের জন্য করোনাকালীণ সামাজিক দূরত্ব বজায় রেখে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ দুজন ডাক্তার রোগী দেখছেন। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়া হবে।
এমএসএম / জামান