ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রায়গঞ্জ উপজেলায় বারবার প্রথম স্থান পেলেও মিলছে না নতুন ভবন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-৫-২০২২ দুপুর ৩:৪৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বারবার প্রথম স্থান পেলেও মিলছে না নতুন ভবন। চরম কষ্টে আর গাদাগাদি করে চলছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। প্রতি বছর শিক্ষার্থীদের কাছে আমি ভবন তৈরির কথা বলি কিন্তু ভবন তৈরি হয় না। তাই আমার কাছে নিজেকে মিথ্যাবাদী মনে হয় বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক।

উপজেলার সোনাখাড়া ইউনিয়ের নিমগাছী বাজারে ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয় নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি । বিদ্যালয়টিতে বর্তমানে প্রথম শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত এক শিফটে মোট ৫২১ জন শিক্ষার্থীকে পাঠদান কো হচ্ছে। এই শিক্ষার্থীদের মোট ১২ জন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করে আসছেন। বিদ্যালয়টিতে একজন নৈশপ্রহরী ও একজন দপ্তরি( অফিস সহকারী) রয়েছেন।

উপজেলার এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি ২০০৭ সালে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করে। এরপর ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জনসহ রায়গঞ্জ উপজেলায় একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে।

বিদ্যালয়টির শিক্ষার মান নিয়ে অভিবাবকরা বলেন, এই স্কুলে শিক্ষার মান ভালো থাকায় তারা তাদের আদরের সন্তানকে ভর্তি করছেন। শিক্ষার মান ভালো হওয়ায় প্রতি বছর প্রায় ১০ জন শিক্ষর্থী বৃত্তি পাচ্ছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক।

নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী ওহায়েদ, আরাফত, ঐশী এ প্রতিবেদককে বলে, আমরা অতিকষ্টে এই বিদ্যালয়ে পড়াশোনা করছি। আমাদের ভবন একটি আছে, আরেকটি জরাজীর্ণ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আমাদের দাবি, একটি নতুন ভবন করে দিলে আমরা ভালোভাবে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারব।

শিক্ষার্থীরা আরো বলে, আমাদের শিক্ষকরা আমাদের কাছে প্রতি বছর মিথ্যা বলেন যে, খুব দ্রুতই তোমরা একটা ভবন পাবে। আসলে আমরা আর মিথ্যা কথা শুনতে চাই না, আমাদের নতুন একটা ভবন তৈরির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ তালুকদার এ প্রতিবেদককে বলেন, আমি ২০১৬ সালে এই বিদ্যালয়ে যোগদান করি। বিদ্যালয়টি উপজেলার প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান। তারপরও এই বিদ্যালয়ে নতুন ভবন পাস হচ্ছে না। আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ভবনের বিষয়টি অবগত করেছি। দ্রুত ভবন তৈরির দাবি জানান তিনি।

বিদ্যালয়টির সভাপতি সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন বলেন, উপজেলার প্রথম স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান এটি। তার ওপর শিক্ষার্থীর সংখ্যাও বেশি। এই বিদ্যালয়ে একটি নতুন ভবনের খুবই পড্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে স্থানীয় সংসদ সদস্য অধ্যপাক ডা. আব্দুল আজিজ মহোদয়কে অবগত করেছি। তারপরও আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। আশা করি তিনি বিষয়টি দ্রুত দেখবেন।

রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা  মুস্তাফিজুর রহমানকে  তার মুঠোফোনে ফোন করা হলে তিনি বলেন, আমরা নতুন ভবনের তালিকায় এই বিদ্যালটির নাম দিয়েছি। অনুমোদন পেলে ভবনের কাজ শুরু হবে।

এমএসএম / জামান

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

জুড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন