পটিয়ায় চলাচলের রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের মারামারিতে আহত ৫

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে খানমোহনা দীঘিরপাড় এলাকায চলাচলের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পটিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুহাম্মদ ছৈয়দসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে এ মারামারি ঘটনা ঘটে। এতে সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ হাতে ও মাথায় জখম অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত অন্যরা হলেন- মুহাম্মদ ছৈয়দের বড় ভাই মুহাম্মদ ইউনুছ (৫৬), ভাতিজা সাঈদ হাসান মানিক (২০) এবং প্রতিপক্ষের আ. ছবুর (৩৫), আবুল কালাম (৫০) ও ওয়াহিদুল আলম মিন্টু (৪০)। অন্যরা পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ জানান, প্রতিপক্ষ আবদুর ছবুর, আবুল কালাম ও আবদুস সালামের বাড়ির পাশে তার পরিবারের জমি রয়েছে। ওই জমিতে আ. ছবুর গং রাতারাতি বালুর বস্তা ভর্তি করে চলাচলের রাস্তা তৈরি করে। বুধবার দুপুরে তিনি িএবং তার পরিবারের লোকজন রাস্তার বস্তাগুলো সরানোর চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষ আ. ছবুর গং ও স্থানীয় মনজরুল আলম, সাদ্দাম, আকবর হোসেন, মিন্টুসহ ৮-১০ জন দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার হাতের ৪টি আঙ্গুল কেটে যায় এবং মাথাও গুরুতর জখম হয়। ঘটনার পর স্থানীয়রা এসে তাদের পটিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার হাত ও মাথার আঘাত গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে প্রতিপক্ষ আ. ছবুর জানান, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দের কাছ থেকে দীর্ঘ ১৬ বছর পূর্বে জায়গা খরিদ করে ঘর নির্মাণ করেন। জায়গা খরিদের সময় কথা ছিল চলাচলের রাস্তা দেয়া হবে। কিন্তু দীর্ঘদিন চেয়ারম্যানের পরিবার তাদের রাস্তা দেয়নি। তাই তারা বালুর বস্তা দিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে মারামারি ঘটনা ঘটে। এতে তাদের তিনজন আহত হয় এবং তিনি প্রাথমিক চিকিৎসা শেষে চমেক ভর্তি হন বলে জানান।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, খানমোহনা এলাকায় একটি রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দসহ উভয়পক্ষের ৪-৫ জন আহত হন। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্য়ন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।
সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সম্পাদক কবি-সাংবাদিক শিবুকান্তি দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক অ্যাড. কবি শেখর নাথ পিন্টু, খেলাঘর আসর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ, শিক্ষক সমিতি পটিয়ার সাধারণ সম্পাদক মাস্টার শ্যামল দে, পটিয়া একাডেমির পরিচালক কনক বড়ুয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক তাপস দে, পটিয়া থিয়েটারের সহ-সভাপতি নুরুল ইসলাম সানু, সহ-সম্পাদক পীযুষ কুমার দে, নাট্যকর্মী সোহেল মো. নিজামুদ্দিন, সুমন চক্রবর্তী, ক্লোরেল বিশ্বাস বাবু, অসিম চক্রবর্তী, সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ পলাশ, সম্পাদক বাবলু চৌধুরী, সাবেক সভাপতি হামীম রায়হান, প্রবাল চৌধুরী, রাজিব সিংহ, পলাশ চক্রবর্তী, সঞ্জয় দে টিটু, জানে আলম রুবেল, আকরাম হোসেন, রাসেল সেন, রকি সেন, রুদ্র সাজেদুল করিম, জিয়াউল হক রুবেল, ফারুক আহমেদ রাজু, সাইফুল ইসলাম বিপু, দীপু দে, সুজন দে, উৎস দে, আরফাতুল ইসলাম সজীব।
এছাড়া হামলাকারীদের বিচার দাবি করে বিভিন্ন সংগঠনের নেতৃবর্গ বিবৃতি প্রদান করেছেন।
এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.
