থানায় মামলা দায়ের : গ্রেফতার ৩
পুত্র সন্তান না থাকায় ভাইয়ের সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে ভাইজিকে পিটিয়ে জখম
আপন ভাইয়ের পুত্র সন্তান না থাকায় প্রতিনিয়তই নানামুখী ষড়যন্ত্রের শিকার আব্দুস সাত্তার হালদার। এই জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে রজনী আক্তারকে বেধড়ক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার (২২ মে) সকাল ৮টার দিকের এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আহত রজনী আক্তারের মা সাহিদা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। এর আগে গত ১৯ মার্চ একই ধরনের ষড়যন্ত্রের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
গতকাল গ্রেফতারকৃতরা হলো- স্থানীয় চাকুন্দিয়া গ্রামের মো. সোহরার হোসেন হালদারের ছেলে আমিনুর রহমান হালদার, মৃত আফতাব হালদারের ছেলে সোহরাব হোসেন হালদার ও আব্দুস সালাম হালদার।
এজাহারে অভিযোগ করা হয়েছে, রোববার সকাল ৮টার দিকে মৃত আফতাফ হালদারের ছেলে সোহরাব হালদার (৫৮) ও আবু সালাম হালদার (৫৫), সোহরাবের ছেলে আমিনুর হালদার (২৮), সোহরাবের স্ত্রী আসিয়া বেগম (৪৮), আবু সাঈদের স্ত্রী রুহেনা বেগম (৪৩)-সহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে সাথে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও বাঁশের লাঠিসোঁটা নিয়ে তার বড় মেয়ে রজনী আক্তারকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। রজনী আক্তার গালিগালাজ করতে নিষেধ করলে তারা বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। বড় বোনকে বাঁচাতে এগিয়ে গেলে লাবনী আক্তারকেও বেধড়ক মারপিট করে তারা। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাদের রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ক্ষতিগ্রস্ত আব্দুস সাত্তার হালদার ও তার স্ত্রী সাহিদা বেগম বলেন, তাদের পুত্র সন্তান না থাকায় তাদের সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে নানামুখী ষড়যন্ত্রের লিপ্ত স্বার্থন্বেষী কুচক্রী মহলটি। আমাদের উঠানের ওপর দিয়ে গরুর খামারের পয়োঃনিষ্কাশনের পথ, চারদিকে মাটি দিয়ে আটকে আমার বাড়ির মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি, আমার বাড়ির গাছপালা কেটে নেয়াসহ নানামুখী নির্যাতনের অতিষ্ঠ আমরা। স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ-প্রশাসনের কাছে বারবার গিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না অসহায় পরিবারটি।
এদিকে, হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কনি মিঞা বলেন, ঘটনা শোনার সাথে সাথেই সেখানে পুলিশ গিয়ে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী
Link Copied