ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বর্ষার শুরুতে পদ্মায় ভাঙন


তাজুল ইসলাম রাকিব, লৌহজং photo তাজুল ইসলাম রাকিব, লৌহজং
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১:৩৬
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মানচিত্রে ফের আঘাত হানছে সর্বনাশা পদ্মা। বর্ষার শুরুতে পদ্মা তীরবর্তী এলাকায় হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। নদীতে উত্তাল ঢেউ আর প্রবল স্রোতের কারণে অসময়ের এই ভাঙনে হুমকির মুখে পড়েছে পদ্মাপাড়ের নদীঘেঁষা উপজেলার আশপাশের গ্রাম ও বসতভিটা। গত এক সপ্তাহে কয়েকটি বসতভিটা বিলীন হয়েছে।
 
সর্বনাশা পদ্মার ছোবলে প্রতি বছরই আঘাত হানছে আড়াই লাখ জনসংখ্যা বসবাসরত লৌহজং উপজেলার মানচিত্রে। উপজেলার কনকসার ইউনিয়নের সিংহেরহাটি ও লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া গ্রামের ১নং ওয়ার্ডে সপ্তাহখানেক যাবৎ ভাঙন শুরু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে হোসেন মোল্লার ৪০০ বছরের পুরনো ভিটেবাড়ি ভেঙে যায়। পরে তড়িঘড়ি করে ঘরটি ভেঙে অন্য স্থানে সরিয়ে নেয়া হয়। মিঠু মোল্লার একটি ঘরের আংশিক পদ্মার গর্ভে চলে গেছে। বড় নওপাড়া গ্রামের দুই শতাধিক পরিবারের বসতভিটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কখন পদ্মায় গিলে খায় সে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের ৫ শতাধিক মানুষ।
 
ভোক্তভোগী একটি পরিবারে সদস্য জানান, প্রায় ২৫ বছর যাবৎ আমি এই বাসায় থাকি। আমার বাড়ির ঘরটি ভেঙে যাচ্ছে। সামনের বাড়িঘর সব পদ্মায় বিলীন হয়ে গেছে। আমরা এখন কোথায় যাব।
 
ফরিদ মাঝি বলেন, গত ৩ দশক যাবৎ দেখছি প্রতি বছর গ্রামের পর গ্রাম পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে।
 
কোহিনুর বেগম জানান, ২৬ বছর যাবৎ বিয়ে হয়েছে, তখন আশপাশে নদী দেখিনি। এখন নদীর প্রতিটি ঢেউ কানে বাজে। আমরা আতঙ্কে দিন-রাত কাটাচ্ছি। রাতে ঘুমাতেও পারছি না। মনে হয় এই বুঝি পদ্মায় খেয়ে ফেলবে। দ্রুত এ ভাঙনের স্থায়ী সমাধান চাই।
 
এদিকে ভাঙনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা ভাঙন এলাকায় আসেন এবং ভাঙন রোধে জিওব্যাগ ফেলার আশ্বাস প্রদান করেন।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল জানান, ভাঙান এলাকা পরিদর্শন করেছি। আমি পানি উন্নয়ন বোর্ডকে ডেকেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে ছবি তুলে নিয়ে গেছেন। তাদের দ্রুত ভাঙন রোধে জিওব্যাগ ফেলার জন্য বলেছি। তারা আগামী দু-এক দিনের মধ্যে এসব এলাকায় ভাঙন রোধে জিওব্যাগ ফেলবে।
 
গত বুধবার লৌহজং-টঙ্গাবাড়ি উপজেলায় ৪৪৬ কোটি টাকার স্থানীয় বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। সে পরিপ্রেক্ষিতে প্রথমে জিওব্যাগ ফেলে ফাউন্ডেশন করা হচ্ছে। তারপর পাথর দিয়ে বাঁধ দেয়া হবে।
 
এখন চলছে বর্ষা মৌসুম। সেক্ষেত্রে পদ্মায় স্রোতের তীব্রতা দিন দিন বাড়ছে। লৌহজংয়ে নদীর পাড়গুলোতে ঢেউয়ে ভাঙন শুরু হয়েছে। স্থায়ী বাঁধ হয়ে গেলে এ এলাকায় ভাঙন সমস্যা আর থাকবে না।

এমএসএম / জামান

সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

কোটালীপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এন্তার অভিযোগ, তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা

দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট—হাজী ইয়াছিন

মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ

বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.

বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন