ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ফ্রান্সে ছিনতাইকারীর হামলায় বাংলাদেশির মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৫-২০২২ দুপুর ১০:৪১

ফ্রান্সে ছিনতাইকারীর হামলায় নির্মমভাবে খুন হয়েছেন প্রবাসী বাংলাদেশি সোহেল রানা (৩৫)। গত শনিবার ভোরে সন্ত্রাসীদের আক্রমণে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ মে) ভোরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোহেল রানার দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে। তিনি স্ত্রী ও শিশু সন্তানসহ প্যারিসের নিকটবর্তী লাকর্নভ এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় কমিউনিটিজুড়ে বইছে শোকের ছায়া। সোহেলের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায়। নিহতের ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। পুলিশ এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহলে রানা রাজধানী প্যারিসের ঐতিহাসিক স্থাপনা বাসতিলের একটি রেস্টুরেন্টে রাতের বেলা কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার ভোর ৫টার দিকে তিনি রেস্টুরেন্ট থেকে বের হলে রেস্টুরেন্টের সামনে আফ্রিকান সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ চালায়। এ সময় তার মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। পরে পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সোহেল রানার আর জ্ঞান ফেরেনি।

প্যারিসে চুরি-ছিনতাই বেড়েই চলেছে। অসংখ্য প্রবাসী বাংলাদেশি এসব ছিনতাইয়ের ঘটনার শিকার হলেও এমন নির্মম খুনের ঘটনা এই প্রথম। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রবাসীরা। তারা প্রশ্ন তুলেছেন- এসব ঘটনা থামাতে আমাদের কি কিছুই করার নেই? অনেকেই নানা রকম আন্দোলনের ডাক দেয়ার কথা বলছেন।

সোহেল রানার খালাতো ভাই সংগীতশিল্পী মিজান রহমান বলেন, সোহেল রানা একজন সহজ-সরল মানুষ ছিলেন। কারো সাথে তার বিরোধ থাকার কথা নয়। ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা হয়েছে বলে আমাদের ধারণা।

তিনি জানান, এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে এরই মধ্যে মামলা দায়ের করেছেন। বাংলাদেশ দূতাবাসও এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। ময়নাতদন্তের পর মৃতদেহ দেশে পাঠানোর দিনক্ষণ ঠিক করা হবে বলে তিনি জানান।

জামান / জামান

জেদ্দায় উদ্বোধন হলো 'মেইড ইন বাংলাদেশ' একক এক্সপো- ২০২৫

জেদ্দায় বাংলাদেশ সহ ১৬টি দেশের অংশগ্রহণে উদ্বোধনী হলো অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫

সৌদি আরবের ওয়ার্ল্ড ট্রেড এক্সপো -২০২৫ এ বাংলাদেশের সগৌরব অংশগ্রহণ

জেদ্দায় উদ্বোধন হলো ৩য় সৌদি ফ্যাশন এন্ড টেক্স এক্সপো

কাতার মাইজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কাতারে লক্ষ্মীপুর জেলা সমিতি উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে

সৌদিআরবের ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণে বাড়ছে ব্যানিজ্য সম্পর্কের সম্ভাবনা

জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রথমবারের মতো সৌদিতে একক "মেইড ইন বাংলাদেশ " এক্সপো মেলা ডিসেম্বরে

বাংলাদেশি প্রকৌশলীদের মর্যাদা ও স্বীকৃতি সংক্রান্ত স্মারকলিপি প্রদান

মরহুম হারিছ চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাতারে শোকসভা ও দোয়া মাহফিল

কাতার যুবদলের সাথে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার মতবিনিময়

কাতারে ইসলামী আন্দোলনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলন