ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ঢাকার নগর সমস্যা নিয়ে খুবির ভিন্নধর্মী শিল্প প্রদর্শনী


মোঃ আকিল খান, খুবি photo মোঃ আকিল খান, খুবি
প্রকাশিত: ২৬-৫-২০২২ রাত ৮:৩৬
ঢাকাবাসীর নগর সমস্যা নিয়ে নগর গবেষণা ও শিল্প কর্মের সম্মিলন ঘটিয়ে ‘শৈল্পিক দৃষ্টিতে ঢাকার সমস্যা’ নামক এক ভিন্নধর্মী প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ এর ধানমন্ডি শাখায় আগামীকাল (২৭ মে, শুক্রবার) থেকে ১২ দিন ব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
 
পথশিশুদের কথা, বস্তির স্বাস্থ্য ও বাসস্থানের গল্প, হারিয়ে যাওয়া পাড়া-মহল্লার কথা, অনিরাপদ-নিরাপদ শহরের পাঁচালী ও শহরতলির দূরাবস্থার কথন এর মতো বিষয়গুলো প্রদর্শনীটির মূল আকর্ষণ। ১০ জন শিল্পী এবং ৩০ জন শিক্ষার্থীর আঁকা চিত্রকর্মগুলির মাধ্যমে ঢাকার এসকল নগর সমস্যা নিয়ে সবাইকে ভাবতে উদ্বুদ্ধ করতেই মূলত এই আয়োজন।
 
প্রদর্শনীটির কনসেপ্ট পরিকল্পনাকারি খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক তানজিল সওগাত জানান, ‘আমাদের প্রদর্শনীটি গল্পের মত করে সাজিয়েছি, যার শুরু ব্যক্তি সমস্যা কেন্দ্রিক এবং শেষ হয়েছে দার্শনিক প্রশ্ন দিয়ে।’ প্রদর্শনীতে খ্যাতনামা ও নবীন শিল্পীরা ৪০টির বেশি শিল্পকর্ম প্রদর্শন করবেন। এছাড়াও বাচ্চাদের ৩০টি কাজ প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে। 
 
খ্যাতনামা শিল্পীদের মধ্যে কাজী গিয়াসউদ্দিন, শহিদ কবির, ঢালী আল মামুন, তৈয়বা বেগম লিপি, এবং মাহবুবুর রহমান অংশ নিয়েছেন। অন্যদিকে নবীন শিল্পীদের মধ্যে আছেন সুনন্দা রানি বর্মন, মাহামুদুল হাসান, মোঃ মোজাহিদুর রহমান সরকার, কুন্তল বারী এবং এস এম শাহ্‌ আনিসুজ্জামান ফারুকি। 
 
প্রদর্শনী সজ্জ্যা সম্পর্কে বলতে গিয়ে প্রদর্শনীর কিউরেটর সালাউদ্দিন আহমেদ বলেন, প্রদর্শনীটির আবহ এমন ভাবে তৈরী করা হয়েছে যা মানুষের হৃদয় ছুয়ে যাবে এবং ঢাকাকে নিয়ে তারা নতুন করে ভাববে। প্রদর্শনীটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে সেন্টার ফর সাসটেইনেবল, হেলদি অ্যান্ড লার্নিং সিটিজ অ্যান্ড নেইবারহুডস (এসএইচএলসি) আন্তর্জাতিক কনসোর্টিয়ামের কার্যক্রমের একটি অংশ। 
 
এসএইচএলসি একটি আন্তর্জাতিক গবেষণা উদ্যোগ, যেখানে ৮টি দেশের ৯টি গবেষণা প্রতিষ্ঠান এশিয়া এবং আফ্রিকার ১৪টি শহরের নগরায়ণ নিয়ে কাজ করছে। বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয় এরই অংশ হিসেবে ঢাকার নগর সমস্যা নিয়ে কাজ করছে। 
 
প্রদর্শনীটির আয়োজক গবেষণা প্রকল্পের নেতৃত্ব দেওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. শিল্পি রায় মনে করেন প্রদর্শনীটি ঢাকার টেকসই নগরায়ন নিয়ে ভাবনাকে উজ্জীবিত করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে আমরা টেকসই নগরায়নের বিষয়ে নাগরিক ও নীতি নির্ধারকদেরকে সচেতনতার বার্তা পৌছেতে চাই।’ 
 
ভিন্নধর্মী এই প্রদর্শনীটির দর্শকরা রাজধানী ঢাকাকে নিয়ে নতুন করে ভাববার এবং ঢাকার টেকসই নগরায়ন নিয়ে অন্যকে ভাবাবার সুযোগ পাবেন বলে আয়োজকরা আশা করছেন। প্রদর্শনীটি আগামী ৭ জুন পর্যন্ত চলবে।

এমএসএম / এমএসএম

ইউনিসেফের ‘জেনইউ’ প্রোগ্রামে যুক্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর