ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

প্রবাসীর আর্তনাদের ভিডিও যোগাযোগমাধ্যমে ভাইরাল

জাল ওয়ারেন্টে ১৮ দিন কারাবাস শেষে মুক্তি


তাজুল ইসলাম রাকিব, লৌহজং photo তাজুল ইসলাম রাকিব, লৌহজং
প্রকাশিত: ২৭-৫-২০২২ দুপুর ৩:০
ঘড়ির কাঁটায় রাত ১১টা ৪৫ মিনিট। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাইজগাঁও গ্রামে সাইপ্রাস থেকে আসা প্রবাসী মাহমুদুর রহমান ওরফে দোলন খান নামে একজনকে ঘুম থেকে উঠিয়ে গ্রেফতার করে থানা পুলিশ। হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে ওঠানো হয়। কিছুদূর গিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে এ মামলা থেকে অব্যহতি দিতে ৫ লাখ টাকা দাবি করে পুলিশ। ১ লাখ টাকা দেয়ার কথা বললে তাকে থাপ্পড় দিয়ে বলে- তোর লাইফ শেষ। এ নিয়ে গত কদিন যাবৎ লৌহজং উপজেলার বাসিন্দা প্রবাসী দোলন খানের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
 
ভিডিওবার্তায় দোলন বলেন, গত মার্চে সাইপ্রাস থেকে বাংলাদেশে তার নিজ বাড়ি মাইজগাঁও গ্রামে আসেন। আসার ১০ দিন পর রাত আনুমানিক পৌনে ১২টার দিকে লৌহজং থানা পুলিশের এসআই রাজু তার বাড়িতে এসে কোনোকিছু জিজ্ঞাসা না করে হাতে হ্যান্ডকাপ পড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে গাড়িতে ওঠায়। গাড়িতে উঠিয়ে বলে, তোর নামে মামলা আছে, ৫ লাখ টাকা দাবি করে বলে- এই মামলায় শেষ করে দেব। পরবর্তীতে তিনি ১ লাখ টাকা দিতে রাজি হন। তখন এসআই রাজু বলেন, এক লাখে কিছুই হবে না। তোর লাইফ শেষ। তখন তার মানসিক টর্চারে অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করানো হয়।
 
পরদিন সকালে (২৩ মার্চ) তাকে মুন্সীগঞ্জ জেলহাজতে প্রেরণ করে। হাজতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাজতে মেডিকেল বের্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন। গত ৫ এপ্রিল তাকে মুন্সীগঞ্জ জেলখানা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় এবং কারাগার থেকে গত ৯ এপ্রিল ছাড়া পেয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তিনি জানতে পারেন জাল ওয়ারেন্টে বিনা অপরাধে ১৮ দিন হাজতবাস করেছেন তিনি।
 
দোলন খান আরো জানান, লৌহজং থানা থেকে জাল ওয়ারেন্টে বিনা অপরাধে ১৮ দিন হাজত খেটেছেন। যাতে আর কোনো ব্যক্তিকে তার মতো বিনা দোষে হাজত খাটতে না হয়। পুলিশের মিথ্যা ওয়ারেন্টে হাজতবাস করার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে এর বিচারের দাবি জানান।
 
মামলা ও হাজিরা সূত্রে জানা যায়, মোকাম বিজ্ঞ সিএমএম আদালত, ঢাকা। সূত্র : গুলশান থানার মামলা নং-০৩ (০৯) ২০১৫। ধারা : ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ আইন ১০(২)/৮, সিআর নং-২৩২/২০১৫। বিষয় : জাল ওয়ারেন্টে গ্রেফতারকৃত হাজতি আসামি মাহমুদুর রহমান ওরফে দোলন খান।
 
যেহেতু দরখাস্তকারী আসামির পক্ষে নিয়োজিত আইনজীবী গ্রেফতারকৃত আসামির মামলার খোঁজ নিয়ে জানতে পারেন, ওয়ারেন্টে উল্লিখিত গুলশান থানার মামলা নং-০৩(৯)২০১৫, ধারা-২০১২ মানবপাচার আইনে ১০(২)/৮; এই নম্বরে কোনো মামলা নেই। কিন্তু গুলশান থানার মামলা নং- ০৩(৯)২০১৫ দ: বি: আইনের দায়ের করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তপূর্বক মামলায় ধারায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন। এতে প্রমাণিত হয় যে, আদালতের লোকজনের যোগসাজশে ভুয়া ওয়ারেন্ট তৈরি করে উক্ত ওয়ারেন্টটি তৈরি করে সংশ্লিষ্ট আদালত থেকে প্রেরণ করা হয়েছে।
 
এ ব্যাপারে দোলনের আইনজীবী মজিবুর রহমান জানান, আমরা যাচাই করে দেখেছি স্মারকপত্রে উল্লিখিত আসামি মাহমুদুর রহমান ওরফে দোলন খান গুলশান থানার মানবপাচার মামলার কোনো আসামি নন। বর্ণিত স্মারকে উল্লিখিত গ্রেফতারি পরোয়ানা ওয়ারেন্ট জাল হওয়ায় আদালত আসামি দোলনকে বেকসুর খালাস দেয়। 
 
তিনি আরো জানান একটি চক্র প্রতিপক্ষকে হয়রানি করতে আদালত থেকে এ ধরনের ভুয়া গ্রেফতারি পরোয়ানা তৈরি করে ডাকযোগে পাঠিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সুপারের কার্যালয়ে। এরপর ওই গ্রেফতারি পরোয়ানা যাচাই-বাছাই না করেই পাঠিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট থানায়। থানার কাছে ওই গ্রেফতারি পরোয়ানা পৌঁছানোর পর আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ আসামিকে গ্রেফতার করতে যায়। ওই আসামি মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানার ব্যাপারে আগাম কোনো তথ্য জানেন না। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
 
এ বিষয়ে লৌহজং থানার এসআই রাজু জানান, দোলনকে ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামির কাছ থেকে টাকা চাওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা।
 
এ ব্যপারে লৌহজং থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর জানান, আদালতের নির্দেশ অনুযায়ি আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ওই মামলার বিষয় সংশিষ্ট থানা ও আদালত বলতে পারবে।

এমএসএম / জামান

সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

কোটালীপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এন্তার অভিযোগ, তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা

দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট—হাজী ইয়াছিন

মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ

বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.

বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন