রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কাউন্সিল ঘিরে টানটান উত্তেজনা
বারবার তারিখ পরিবর্তন করে কাউন্সিল না করায় রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘ ৭ বছর পর চলতি মাসের ১৪ ও ২৬ মে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কাঙ্ক্ষিত কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা অদৃশ্য কারণে হয়নি। এর আগেও কয়েকবার তারিখ পরিবর্তন করা হয়েছে। কাউন্সিলকে ঘিরে উপজেলার প্রার্থীরা নিজেদের মধ্য সকল প্রস্তুতি শেষ করলেও কাউন্সিল না হওয়ায় হতাশায় ভুগছেন তারা। ই নিয়ে প্রার্থীদের মধ্য চলছে টানটান উত্তেজনা।
কাউন্সিল উপলক্ষে ইতোমধ্যেই জেলা কমিটি মনোনয়ন ফরম বিতরণ, জমাদান ও যাচাই-বাছাই সম্পন্ন করেছে। একাধিকবার প্রার্থীদের সাথে কাউন্সিল নিয়ে মিটিং করলেও বিগত উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়া ও পারিবারিকভাবে বিএনপি সমর্থক প্রার্থীদের সাথে কোনো ধরনের নির্বাচন না করার পক্ষে অনড় রয়েছেন কাউন্সিলে অংশ নেয়া অধিকাংশ প্রার্থী।
বিষয়টি জেলা কমিটির মিটিং এবং কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে উপস্থিত হয়ে প্রার্থীরা লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে। অনেক প্রার্থী অভিযোগ করে বলেন, ৭ বছর ধরে কোনো কাউন্সিল নেই রায়গঞ্জ উপজেলায়। বিগত কমিটির মেয়াদ শেষ হলেও উপজেলা কমিটি তৈরি না করে অদৃশ্য কারণে জেলা কমিটি তা ঝুলিয়ে রেখেছে। বারবার তাগাদা দিয়েও কোনো কাজের কাজ হচ্ছে না।
দলীয় সূত্রে জানা গেছে, এই কাউন্সিলে ৫ জন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক সভাপতি প্রার্থী বলেন, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে প্রায় দুই বছর ধরে বিভিন্ন টালবাহানা চলছে। আমরা বারবার জেলা কমিটির কাছে ধরনা দিয়েও কোনো কাজ করাতে পারিনি আজও। নানা ধরনের গ্রুপিং-লবিংয়ে টানা-হেঁচড়ার মধ্যদিয়ে চলছে কমিটি গঠনের প্রক্রিয়া। কোনো পকেট কমিটি গ্রহণ করা হবে না বলেও নামা প্রকাশ না করার শর্তে অনেক প্রার্থী জানান।
সূত্র জানায়, নানা প্রকার গ্রুপিং ও লবিংয়ের কারণে জেলা কমিটি কাজটি শেষ করতে না পেরে নির্বাচন দিতে বাধ্য হয়েছে। স্বচ্ছতার মধ্যদিয়ে তারা নেতা নির্বাচিত করতে চায় কিন্তু বিষয়টি অতটা সহজ হবে বলে মনে করেন না স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী নেতারা। তারাও কাজটি দ্রুত শেষ করতে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।
কাউন্সিল হবে তাই প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিনয়ের সহিত ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। কিন্তু আদৌ ভোট হবে কি না এটা এখনো বলতে পারছেন না প্রার্থীরা। ভোটের কথা বলে ইতোমধ্যেই দুবার তারিখ পরিবর্তন করা হয়েছে।
এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইফতেখার আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কিছুটা জটিলতা থাকায় কাউন্সিল হয়নি। তাছড়া প্রার্থীরা আমার কাছে এসে কিছুসংখ্যক প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। তাদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। গুরুতর না হলে সেটাও দেখা হবে। তবে স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলে খুব অল্প সময়েই কাজটি সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, আমি চেষ্টা করেছি নিজেদের মধ্য টানা-হেঁচড়া বাদ দিয়ে আপসের মাধ্যমে একটি কমিটি উপহার দিতে। কিন্তু প্রার্থীরা আপস হতে না পারায় এবং অভ্যন্তরীণ কিছু সমস্যা থাকায় কাজটি দ্রুত শেষ হয়নি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত জানালেই পরবর্তীতে বিষয়টি নিয়ে কী হবে তা জানানো হবে।
এমএসএম / জামান
মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট
জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার