কলাপাড়ায় প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ

কলাপাড়ার দুটি ইউনিয়নে প্রতীক বরাদ্দ পেয়েই উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। আওয়ামী লীগ ও ইসলামী ঐক্যজোট মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক আগে থেকে বরাদ্দ থাকায় প্রচারে তারা ছিলেন এগিয়ে। পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল আগেই ছাপিয়ে রেখেছিলেন তারা। এক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান ও সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যপদের প্রার্থীরা। শুক্রবার (২৮ মে) জুমার নামাজের পর প্রতীক বরাদ্দ দেয়ায় তাদের অনুসারীদের ছাপাখানায় ছোটাছুটি করতে দেখা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, কলাপাড়ার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন জন, সদস্য পদে ৫২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন। শুক্রবার তাদের সবাইকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর থেকে আওয়ামী লীগ, বিএনপি (স্বতন্ত্র), আওয়ামী লীগের বিদ্রোহী, ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই-এর প্রার্থীরা প্রচারে নেমে পড়েন। আগে থেকেই তৈরি করা লিফলেট ও হ্যান্ডবিল এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা ঘুরে বেড়ান পাড়া-মহল্লায়। দেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। কিন্তু এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা পিছিয়েছিলেন। শুক্রবার তাদের পরিচিতজনরা ছাপাখানায় দৌড়ে বেড়িয়েছেন।
কলাপাড়া উপজেলার ধুলাসার চাপলী বাজার চায়ের দোকানে কথা হয় জাকিরের সাথে। তিনি বলেন, প্রতীক না থাকায় এতদিন নির্বাচনীয় প্রচার সাদামাটা মনে হয়েছিল। রাস্তায় রাস্তায় পোস্টার ও মাইকে প্রচারণায় আজ থেকে বোঝা যাচ্ছে নির্বাচনীয় আমেজ।
ধুলাসার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মোদাচ্ছের হালাদার, শাহরিয়ার সবুজ (আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র), মো. মাহবুবুর রহমান (আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র), ডা. ইয়াকুব খান (আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র), উম্মে হাফসা রিপা (আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র), মেহেদী হাসান পিন্স (বিএনপি স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ ক্বারী মোহা. আবদুর রহিম।। ধুলাসার ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩৬পি।
অপর ইউনিয়ন লতাচাপলী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আনসার উদ্দিন মোল্লা, মো. সফিকুল আলম (স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মো. মোসলেম মুসুল্লী মুছার প্রচারণায় এলাকা মুখরিত। লতাচাপলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৭০৮টি ভোট।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, দুই ইউনিয়নের সব প্রার্থী নিয়ে আমরা শুক্রবার সকাল ১০টার সময় বসেছিলাম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে তিনি সব প্রার্থীকে আশস্ত করেছেন এবং ইভিএমের মাধ্যমে ভোট কিভাবে হবে তা নিয়ে আলোচনা করা হয়। ১৫ জুন ইভিএম মেশিনে ভোট অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
