কলাপাড়ায় প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ
কলাপাড়ার দুটি ইউনিয়নে প্রতীক বরাদ্দ পেয়েই উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। আওয়ামী লীগ ও ইসলামী ঐক্যজোট মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক আগে থেকে বরাদ্দ থাকায় প্রচারে তারা ছিলেন এগিয়ে। পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল আগেই ছাপিয়ে রেখেছিলেন তারা। এক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান ও সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যপদের প্রার্থীরা। শুক্রবার (২৮ মে) জুমার নামাজের পর প্রতীক বরাদ্দ দেয়ায় তাদের অনুসারীদের ছাপাখানায় ছোটাছুটি করতে দেখা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, কলাপাড়ার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন জন, সদস্য পদে ৫২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন। শুক্রবার তাদের সবাইকে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর থেকে আওয়ামী লীগ, বিএনপি (স্বতন্ত্র), আওয়ামী লীগের বিদ্রোহী, ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই-এর প্রার্থীরা প্রচারে নেমে পড়েন। আগে থেকেই তৈরি করা লিফলেট ও হ্যান্ডবিল এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা ঘুরে বেড়ান পাড়া-মহল্লায়। দেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। কিন্তু এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা পিছিয়েছিলেন। শুক্রবার তাদের পরিচিতজনরা ছাপাখানায় দৌড়ে বেড়িয়েছেন।
কলাপাড়া উপজেলার ধুলাসার চাপলী বাজার চায়ের দোকানে কথা হয় জাকিরের সাথে। তিনি বলেন, প্রতীক না থাকায় এতদিন নির্বাচনীয় প্রচার সাদামাটা মনে হয়েছিল। রাস্তায় রাস্তায় পোস্টার ও মাইকে প্রচারণায় আজ থেকে বোঝা যাচ্ছে নির্বাচনীয় আমেজ।
ধুলাসার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মোদাচ্ছের হালাদার, শাহরিয়ার সবুজ (আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র), মো. মাহবুবুর রহমান (আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র), ডা. ইয়াকুব খান (আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র), উম্মে হাফসা রিপা (আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র), মেহেদী হাসান পিন্স (বিএনপি স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ ক্বারী মোহা. আবদুর রহিম।। ধুলাসার ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩৬পি।
অপর ইউনিয়ন লতাচাপলী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আনসার উদ্দিন মোল্লা, মো. সফিকুল আলম (স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মো. মোসলেম মুসুল্লী মুছার প্রচারণায় এলাকা মুখরিত। লতাচাপলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৭০৮টি ভোট।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, দুই ইউনিয়নের সব প্রার্থী নিয়ে আমরা শুক্রবার সকাল ১০টার সময় বসেছিলাম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে তিনি সব প্রার্থীকে আশস্ত করেছেন এবং ইভিএমের মাধ্যমে ভোট কিভাবে হবে তা নিয়ে আলোচনা করা হয়। ১৫ জুন ইভিএম মেশিনে ভোট অনুষ্ঠিত হবে।
এমএসএম / জামান
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি