ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ভারতে কারাবন্দী কুতুবদিয়ার ২৯ জেলেকে ফিরে পেতে স্বজনদের আর্তনাদ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ২:২৪
দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে ভারতের কারাগারে মানবেতর জীবনযাপন করছে কুতুবদিয়া উপকূলের ২৯ জেলে। এসব জেলেদের ফিরে পেতে আহাজারি চলছে তাদের পরিবারে। প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে ফিরছেন  জেলেদের আত্মীয়-স্বজনরা। অর্ধাহারে অনাহারে দিন কাটছে তাদের। পরিবারে নেমেছে  কান্নার ঢল। তাদের অবুঝ মনের কান্না দেখার যেন কেউ নেই। তাদের আর্তনাদে ভারি হয়ে আসছে এলাকার পরিবেশ। সান্তনা দেওয়া ছাড়া তাদের জন্য কিছু করার নেই। 
 
কথা হয় দক্ষিণ অমজাখালী গ্রামের জমির উদ্দীন লিটনের স্ত্রী ফেরদৌস বেগমের সাথে। তার চোখের কোনোতে জমে থাকা পানি ছলছল করছিলো। কথা বলতে পারছিলেন না।   তিনি বলেন, আমার স্বামীর ইনকামে সংসার চলে। এখন তিনি গত তিন মাস ধরে ভারতে আটক। দ্রব্য-মূল্যের ঊর্ধ্বগতিতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। কি বলবো? পেটে যে ভাত নেই। কেউ কোন কাজও দেয় না, সাহায্য না।  স্বামীকে ফেরত আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করছেন তিনি।
 
তারমত ভারতে আটক ২৯ জেলে পরিবারে চলছে আহাজারি,  কান্নার রোল ও নিরব দুর্ভিক্ষ। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের। জানা যায়, গত ৮ ফেব্রুয়ারী উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের জসিম উদ্দিনের মালিকানাধীন এফবি আল রাফি নামের ফিশিং ট্রলার ২৯ জেলেসহ মাছ শিকারে সমুদ্রে যায়। ঘন কুয়াশায় মাঝি গভীর সমুদ্রে পথ হারালে ট্রলারটি ভারতীয় জল সীমায় ডুকে  পড়ে। এসময় ভারতীয় কোস্টগার্ড ট্রলারটি মাঝিমাল্লাসহ আটক করে। এরপর আদালতের মাধ্যমে তাদের ভরতের দক্ষিণ ২৪ পরগনা ফ্রেজারগঞ্জ বন্দর এলাকার নামখানা জেল হাজতে পাঠানো হয়। 
 
পরে বিষয়টি জানতে পরে জেলেদের আত্মীয়-স্বজনরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে যোগাযোগ করে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক জেলেদের ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। 
 
কুতুবদিয়া ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, যথাসাধ্য  আমরা চেষ্টা করেছি পরিবারগুলোকে সাহায্য করার। এই মুহূর্তে আটক জেলেদের ফিরিয়ে আনা জরুরি। কারণ ওই সকল জেলে পরিবারে আর কোন কর্মক্ষম লোক নাই। তাই হতদরিদ্র জেলে পরিবারের কথা চিন্তা করে অবিলম্বে তাদের মুক্ত করতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরের হস্তক্ষেপ কামনা করছেন তিনি। 
 
ট্রলার মালিকের ছেলে সুমন জানিয়েছেন, ইতোমধ্যে ট্রলারের জামিন হলেও জামিন হয়নি ২৯ জেলের। তবে আগামী ১ জুন জেলেদের জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার বলেন, ভারতে আটককৃত ২৯ জেলেকে দেশে ফেরাতে চেষ্টা চলছে। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি।এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে ওই সময় ২টি জিডি করা হয়েছিল বলেও জানান।  আটক এসব জেলেরা উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। ভারতে বন্দি কুতুবদিয়ার জেলেরা হলেন- কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মৃত আবুল কালামের ছেলে মো. ইউনুছ(৫০), তোতা মিয়ার ছেলে মো. এরশাদ (৩৫), আবদু ছাত্তারের ছেলে মো. জমির উদ্দিন (৩০), মৃত ছালে আহমদের ছেলে নুর মোহাম্মদ (৪৩), মো. আলমগীরের ছেলে মিজানুর রহমান (৩৩), মৃত কালু মিয়ার ছেলে শাহাদাৎ হোছাইন (৩৪), মফিজুর রহমানের ছেলে নুরুল বশর (৩৮), নুরুল আবছারের ছেলে একরামুর হক (২৫), মো. বকসুর ছেলে জমির উদ্দিন(৩৪), মোহাম্মদ ছৈয়দের ছেলে জাফর আলম (৩৯), জকির আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩৬), মো. হোসেনের ছেলে খোরশেদ আলম (২৫), আবু তাহেরের ছেলে মো. ইব্রাহিম(৩৩), আনোয়ার হোছাইনের ছেলে আরাফাত হোছাইন (২৩), আবু তাহেরের ছেলে রফিক উদ্দিন (২৫), আবুল হোসেনের ছেলে আলা উদ্দিন (৩৭), ফজল করিমের ছেলে মোহাম্মদ রুবেল (২৯), কবির আহমদের ছেলে মাহাবুব আলম (৫০), ইব্রাহিম খলিলের ছেলে মো. মামুন (৩১), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আকাশ (৩২), অনিল দাশের ছেলে রম্ভস দাশ (৩৫), নুরুল আবছারের ছেলে মহি উদ্দিন(২৬), পেঠান কান্তি দাশের ছেলে প্রভাত কান্তি দাশ (৪০), আবু তাহেরের ছেলে আবু মুছা (৩১), নুরুল ইসলামের ছেলে অলি উদ্দিন (২৪), নুরুল ইসলামের ছেলে নুরুল আলম (২২), মো. শেরজান খানের ছেলে মো. শহীদ উদ্দিন রাসেল (২৬), ইদ্রিস হোসেনের ছেলে মিজানুর রহমান (৩৪) ও রাশেদ মিয়ার ছেলে মাহামুদুল করিম।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন