ভারতে কারাবন্দী কুতুবদিয়ার ২৯ জেলেকে ফিরে পেতে স্বজনদের আর্তনাদ
দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে ভারতের কারাগারে মানবেতর জীবনযাপন করছে কুতুবদিয়া উপকূলের ২৯ জেলে। এসব জেলেদের ফিরে পেতে আহাজারি চলছে তাদের পরিবারে। প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরতে ঘুরতে নিরাশ হয়ে ফিরছেন জেলেদের আত্মীয়-স্বজনরা। অর্ধাহারে অনাহারে দিন কাটছে তাদের। পরিবারে নেমেছে কান্নার ঢল। তাদের অবুঝ মনের কান্না দেখার যেন কেউ নেই। তাদের আর্তনাদে ভারি হয়ে আসছে এলাকার পরিবেশ। সান্তনা দেওয়া ছাড়া তাদের জন্য কিছু করার নেই।
কথা হয় দক্ষিণ অমজাখালী গ্রামের জমির উদ্দীন লিটনের স্ত্রী ফেরদৌস বেগমের সাথে। তার চোখের কোনোতে জমে থাকা পানি ছলছল করছিলো। কথা বলতে পারছিলেন না। তিনি বলেন, আমার স্বামীর ইনকামে সংসার চলে। এখন তিনি গত তিন মাস ধরে ভারতে আটক। দ্রব্য-মূল্যের ঊর্ধ্বগতিতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। কি বলবো? পেটে যে ভাত নেই। কেউ কোন কাজও দেয় না, সাহায্য না। স্বামীকে ফেরত আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করছেন তিনি।
তারমত ভারতে আটক ২৯ জেলে পরিবারে চলছে আহাজারি, কান্নার রোল ও নিরব দুর্ভিক্ষ। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের। জানা যায়, গত ৮ ফেব্রুয়ারী উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের জসিম উদ্দিনের মালিকানাধীন এফবি আল রাফি নামের ফিশিং ট্রলার ২৯ জেলেসহ মাছ শিকারে সমুদ্রে যায়। ঘন কুয়াশায় মাঝি গভীর সমুদ্রে পথ হারালে ট্রলারটি ভারতীয় জল সীমায় ডুকে পড়ে। এসময় ভারতীয় কোস্টগার্ড ট্রলারটি মাঝিমাল্লাসহ আটক করে। এরপর আদালতের মাধ্যমে তাদের ভরতের দক্ষিণ ২৪ পরগনা ফ্রেজারগঞ্জ বন্দর এলাকার নামখানা জেল হাজতে পাঠানো হয়।
পরে বিষয়টি জানতে পরে জেলেদের আত্মীয়-স্বজনরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে যোগাযোগ করে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক জেলেদের ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
কুতুবদিয়া ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, যথাসাধ্য আমরা চেষ্টা করেছি পরিবারগুলোকে সাহায্য করার। এই মুহূর্তে আটক জেলেদের ফিরিয়ে আনা জরুরি। কারণ ওই সকল জেলে পরিবারে আর কোন কর্মক্ষম লোক নাই। তাই হতদরিদ্র জেলে পরিবারের কথা চিন্তা করে অবিলম্বে তাদের মুক্ত করতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।
ট্রলার মালিকের ছেলে সুমন জানিয়েছেন, ইতোমধ্যে ট্রলারের জামিন হলেও জামিন হয়নি ২৯ জেলের। তবে আগামী ১ জুন জেলেদের জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার বলেন, ভারতে আটককৃত ২৯ জেলেকে দেশে ফেরাতে চেষ্টা চলছে। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি।এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে ওই সময় ২টি জিডি করা হয়েছিল বলেও জানান। আটক এসব জেলেরা উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। ভারতে বন্দি কুতুবদিয়ার জেলেরা হলেন- কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মৃত আবুল কালামের ছেলে মো. ইউনুছ(৫০), তোতা মিয়ার ছেলে মো. এরশাদ (৩৫), আবদু ছাত্তারের ছেলে মো. জমির উদ্দিন (৩০), মৃত ছালে আহমদের ছেলে নুর মোহাম্মদ (৪৩), মো. আলমগীরের ছেলে মিজানুর রহমান (৩৩), মৃত কালু মিয়ার ছেলে শাহাদাৎ হোছাইন (৩৪), মফিজুর রহমানের ছেলে নুরুল বশর (৩৮), নুরুল আবছারের ছেলে একরামুর হক (২৫), মো. বকসুর ছেলে জমির উদ্দিন(৩৪), মোহাম্মদ ছৈয়দের ছেলে জাফর আলম (৩৯), জকির আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩৬), মো. হোসেনের ছেলে খোরশেদ আলম (২৫), আবু তাহেরের ছেলে মো. ইব্রাহিম(৩৩), আনোয়ার হোছাইনের ছেলে আরাফাত হোছাইন (২৩), আবু তাহেরের ছেলে রফিক উদ্দিন (২৫), আবুল হোসেনের ছেলে আলা উদ্দিন (৩৭), ফজল করিমের ছেলে মোহাম্মদ রুবেল (২৯), কবির আহমদের ছেলে মাহাবুব আলম (৫০), ইব্রাহিম খলিলের ছেলে মো. মামুন (৩১), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আকাশ (৩২), অনিল দাশের ছেলে রম্ভস দাশ (৩৫), নুরুল আবছারের ছেলে মহি উদ্দিন(২৬), পেঠান কান্তি দাশের ছেলে প্রভাত কান্তি দাশ (৪০), আবু তাহেরের ছেলে আবু মুছা (৩১), নুরুল ইসলামের ছেলে অলি উদ্দিন (২৪), নুরুল ইসলামের ছেলে নুরুল আলম (২২), মো. শেরজান খানের ছেলে মো. শহীদ উদ্দিন রাসেল (২৬), ইদ্রিস হোসেনের ছেলে মিজানুর রহমান (৩৪) ও রাশেদ মিয়ার ছেলে মাহামুদুল করিম।
এমএসএম / এমএসএম
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
চাঁদপুরে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন
চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
Link Copied