শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর আমদানী পণ্য বাড়ানোর দাবী ব্যবসায়ীদের

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে আমদানীযোগ্য ১৯টি পণ্য থাকলেও বর্তমানে শুধু পাথর ও মাঝে মধ্যে কয়লা আমদানী করছেন ব্যবসায়ীরা।
সহজে আমদানী সুবিধা ও লাভজনক পণ্য আমদানীর অনুমতি না থাকায় বাকী পণ্য আমদানী করতে পারছেন না তারা। তাই আমদানীযোগ্য পণ্য আরো বাড়ানোর দাবী তাদের। পণ্যগুলো আমদানী করা হলে দেশের পণ্য চাহিদা মিটিয়ে সরকারি রাজস্ব আয় বাড়বে বলে ব্যবসায়ীরা জানান।
জানা গেছে, বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পরিচালনায় ২০১৫ সালের ১৮ জুন তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান নাকুগাঁও স্থলবন্দরটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। ইতোমধ্যে ১৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বন্দরের উন্নয়নকাজ সমাপ্ত করা হয়েছে। শুরুর দিকে শুধু কয়লা আমদানী করা হলেও এখন পাথর আমদানী তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। এখন পাথরের সাথে মাঝে মঝে কয়লাও আমদানী হয়।
এই বন্দর দিয়ে অনুমোদিত আমদানীযোগ্য পণ্যগুলো হলো- গবাদিপশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছরা, বীজ, গম, পাথর, কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানী রপ্তানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, এ স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারত থেকে পাথর আমদানী করা হচ্ছে। মাঝে মধ্যে অল্প পরিমান কয়লা আসছে। যেসব পণ্য আমদানী করা সহজ হবে সেসব পণ্য আমদানী করার অনুমতি দেওয়া হচ্ছে না। এ বন্দরে ভারতের মেঘালয় রাজ্য থাকায় সেখান থেকে শুটকিমাছ, খৈল, সুপারি ও পশুখাদ্য আমদানী করা সহজ এবং লাভজনক হবে।
তিনি আরো জানান, এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বার বার আবেদন করেও কোন ফল হচ্ছে না। তিনি এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজেশ চাকমা জানান, এ বন্দর দিয়ে উল্লেখিত ১৯টি পণ্য আমদানী ও নিষিদ্ধ পণ্য ব্যতিত সকল পণ্য রফতানী করা যাবে। তবে যেসব পণ্য আমদানী করে রাজস্ব বৃদ্ধি ও ব্যবসায়ীরা লাভবান হবেন সেসব পণ্য তারা নিয়মানুযায়ী কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
