ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর আমদানী পণ্য বাড়ানোর দাবী ব্যবসায়ীদের


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-৬-২০২২ দুপুর ২:১৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে আমদানীযোগ্য ১৯টি পণ্য থাকলেও বর্তমানে শুধু পাথর ও মাঝে মধ্যে কয়লা আমদানী করছেন ব্যবসায়ীরা।
সহজে আমদানী সুবিধা ও লাভজনক পণ্য আমদানীর অনুমতি না থাকায় বাকী পণ্য আমদানী করতে পারছেন না তারা। তাই আমদানীযোগ্য পণ্য আরো বাড়ানোর দাবী তাদের। পণ্যগুলো আমদানী করা হলে দেশের পণ্য চাহিদা মিটিয়ে সরকারি রাজস্ব আয় বাড়বে বলে ব্যবসায়ীরা জানান।
জানা গেছে, বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পরিচালনায় ২০১৫ সালের ১৮ জুন তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান নাকুগাঁও স্থলবন্দরটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। ইতোমধ্যে ১৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বন্দরের উন্নয়নকাজ সমাপ্ত করা হয়েছে। শুরুর দিকে শুধু কয়লা আমদানী করা হলেও এখন পাথর আমদানী তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। এখন পাথরের সাথে মাঝে মঝে কয়লাও আমদানী হয়।
এই বন্দর দিয়ে অনুমোদিত আমদানীযোগ্য পণ্যগুলো হলো- গবাদিপশু, মাছের পোনা, তাজা ফলমূল, গাছগাছরা, বীজ, গম, পাথর, কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে ও কোয়ার্টজ।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানী রপ্তানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, এ স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারত থেকে পাথর আমদানী করা হচ্ছে। মাঝে মধ্যে অল্প পরিমান কয়লা আসছে। যেসব পণ্য আমদানী করা সহজ হবে সেসব পণ্য আমদানী করার অনুমতি দেওয়া হচ্ছে না। এ বন্দরে ভারতের মেঘালয় রাজ্য থাকায় সেখান থেকে শুটকিমাছ, খৈল, সুপারি ও পশুখাদ্য আমদানী করা সহজ এবং লাভজনক হবে।
তিনি আরো জানান, এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে বার বার আবেদন করেও কোন ফল হচ্ছে না। তিনি এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজেশ চাকমা জানান, এ বন্দর দিয়ে উল্লেখিত ১৯টি পণ্য আমদানী ও নিষিদ্ধ পণ্য ব্যতিত সকল পণ্য রফতানী করা যাবে। তবে যেসব পণ্য আমদানী করে রাজস্ব বৃদ্ধি ও ব্যবসায়ীরা লাভবান হবেন সেসব পণ্য তারা নিয়মানুযায়ী কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

৩নং তিলাই ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন কার্যক্রমের বিশেষ সেবা অনুষ্ঠিত

বারহাট্টায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নরসিংদীতে নতুন ডেঙ্গু শনাক্ত ১৭ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৪৩

মনপুরায় দুই জননীর ঘর থেকে ওয়ার্ড জামায়াত সভাপতি আটক

রাণীনগরে ইসলাম ও রাষ্ট বিরোধী ইসকন সংগঠন নিষিদ্ধ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তানোরের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা

অফিস-মাঠ আছে, কমিটি ও খেলাধুলার আয়োজন নেই

নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হোমনায় এ্যাড. আজিজুর রহমান মোল্লার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ