প্রতারণার ফাঁদ রিনা বিবির, সর্বশান্ত অনেকেই
প্রতারক নারী রিনা বিবির ফাঁদে পড়ে অনেকেই হারিয়েছেন টাকা, পয়সা ও ধন-সম্পদ। নানা চলনার আশ্রয় নিয়ে তিনি কাঁড়ি কাঁড়ি টাকার মালিক হয়েছেন। পুরো দেশব্যাপী তার প্রতারণার রয়েছ জাল। দেশের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা হলেও রয়েছেন গ্রেফতার এড়িয়ে।
অভিযুক্ত রিনা বিবি বগুড়ার নন্দীগ্রামের কুদ্দারহাট কহুলী এলাকার মোহাম্মদ আব্দুল মান্নানের মেয়ে। তার স্বামীর বাড়ি পাবনা জেলার সাথিয়া থানা এলাকায়।
চট্টগ্রামের ব্যবসায়ীর সাথে প্রতারণা:
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উদ্দিনের সঙ্গে ২০১৮ সালে পরিচয় হয় রিনা বিবির। হজ্ব কাফেলার এজেন্ট এমআরএস ইন্টারনেশনালের পরিচালক সেলিম উদ্দিনের সাথে একই বছর সৌদিয়াতে ওমরা করতে গেলে রিনা বিবি দেখা করেন। দেশে ফিরে চলতি বছরের মার্চ মাসের দিকে সেলিম উদ্দিনকে ফোন করে বলেন, ভাই আমার কাছে কিছু ওমরা যাওয়ার লোকজন আছেন। তাদেরকে আপনার হজ্ব কাফেলার মাধ্যমে হজে পাঠাব। এর কয়েকদিন পর পুনরায় সেলিম উদ্দিনকে ফোন করে একটি জমি ক্রয়ের কথা বলে মোটা অংকের টাকা ধার চান রিনা বিবি।
ব্যবসায়ী সেলিম উদ্দিন বলেন, সরল বিশ^াসে তাকে ৭৫ হাজার টাকা ধার দেই। এরপর থেকেই নানা ইস্যু তুলে কয়েক দফায় টাকা ধার নেয়। পরে প্রতারিত হচ্ছি বুঝতে পেরে তার সাথে টাকার লেনদেন থেকে সরে আসি। পরে বিষয়টি দেশে ফিরে প্রশাসনকে জানালে সে মোবাইল বন্ধ করে দেন।
প্রতারণার ফাঁদে কার চালক শাহিনুর:
মোহাম্মদ শাহিনুর আলম নামের এক রেন্ট কার চালক সর্বস্ব হারানোর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বগুড়ার শাহজাহানপুর থানায় প্রতারকচক্রের প্রধান রিনা বিবির নামে একটি মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাত নামা আরো কয়েকজনকেও আসামি করা হয়।
মামলার বাড়ি শাহিনুল আলম বলেন, রিনা বিবি তার বাবার বাড়ি বগুড়া থেকে স্বামীর বাড়ি পাবনা জেলার সাথিয়া থানা এলাকায় যাওয়ার জন্য আমার রেন্ট কারটি প্রায় সময় ভাড়া করতেন। গত ৬ এপ্রিল বগুড়া শহরে যাওয়ার জন্য তিনি পুরনায় আমার কারটি ভাড়া নেন। ওই দিন সকাল ১১টায় তার বাবার বাড়ি কহুলি ভদ্রদিঘী গ্রাম থেকে রিনা ও তার ছোট ছেলে সিফাতকে নিয়ে বগুড়া শহরের দিকে রওনা হই।
শাহিনুল আলমের অভিযোগ, তার কারটি শাহজাহানপুর থানাধীন মাঝিড়া এলাকায় পৌছলে রিনা বিবি গাড়ি থামাতে বলেন এবং সেখান থেকে অজ্ঞাত দুই ব্যক্তিকে গাড়িতে তুলে নেন। মাঝিড়া সেনা নিবাসে এক সেনা সদস্যের সঙ্গে কথা আছে উল্লেখ করে রিনা বিবি গাড়িটি রাঙ্গামাটি বাজারে নিতে যেতে বলেন।
প্রতারণার কথা উল্লেখ করে শাহিনুল বলেন, রাঙ্গামাটি বাজারে নিয়ে গিয়ে রিনা বিবি ও তার সহযোগিরা আমাকে নানা রকম ভয় দেখাতে থাকে। তারা আমার কাছে থাকা ৬০ হাজার টাকা জোর করে নিয়ে নেয়। এছাড়া মৃত্যুর ভয় ও রিনা বিবিকে আমার পাশে অশ্লীল ভঙ্গিতে বসিয়ে ছবি তুলে আমাকে ব্ল্যাকমেইল করে। তারা মুক্তিপণ হিসেবে আমার কাছ থেকে তাদের দুটি মোবাইলে ০১৭৪৬৫৭৪২৭৬-তে সাড়ে ২৪ হাজার ও ০১৭৮৯-৭৫৯৭০৪ তে ১০ হাজার টাকা বিকাশের মাধামে নেয়। এছাড়া একটি খালি স্ট্যাম্পে তারা আমার স্বাক্ষর নিয়ে নেয়।
শাহিনুল বলেন, প্রতারকচক্রটি রিনা বিবির সঙ্গে জোর করে তোলা আমার ছবি অনলাইনে ছড়িয়ে দিবে বলে ভয় দেখিয়ে প্রায় সময় টাকা দাবি করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করলে পুলিশ অদৃশ্য কারণে আসামিদের গ্রেফতার করছেনা।
জানা গেছে, রিনা বিবির বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। তিনি একেক জায়গায় একেক নাম ব্যবহার করে প্রতারণা করে আসছে।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!