যশোরে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উদযাপন
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বুধবার ( ১ লা জুন) সকাল ১০ টায় যশোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প, প্রতিপাদ্যকে সামনে রেখে নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণি সম্পদ দপ্তর,যশোর । বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পূর্নতা পায় ' বিশ্ব দুগ্ধ দিবস ২০২২"। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজ মাহমুদ খান পাভেল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর তুহিন প্রমুখ।
এমএসএম / এমএসএম