কুতুবদিয়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যানের মতবিনিময়

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়নের পর্যালোচনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ওই পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম। মঙ্গলবার (৭ জুন) বিকেল ৩টার দিকে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম। সঞ্চালনা করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল আলম।
উক্ত ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন নাগরিক সেবা প্রদান সংক্রান্ত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম। তিনি বলেন, আমি ধ্যানে, জ্ঞানে, মননে, চিন্তা-চেতনায় সদা সর্বদা দেশ ও জনগণের উন্নয়নের কথা চিন্তা করি। দীর্ঘদিন ধরে আমি এই ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে কাজ করছি। এলাকার উন্নয়নে সরকারের পাশাপাশি নিজস্ব অর্থও খরচ করেছি। জরুরি মুহূর্তে নিজস্ব টাকায় বেড়িবাঁধ মেরামত করেছি, যাতে আমার এলাকার মানুষ কষ্ট না পায়। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ৭ মাস ২০ দিন দায়িত্ব পালন করে এলাকার চিত্র বদলে দিয়েছি। সরকারি ও নিজস্ব তহবিলের অর্থ খরচ করে এই ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্য, কৃষি খাতে উন্নয়নসহ ড্রেইন ও কালভার্ট নির্মাণ নির্মাণ করে জনগণের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়েছি। চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার জন্য নানাবিধ নাগরিক সেবাসমূহ বিনামূল্যে চালু রেখেছি। সেবা প্রদান করতে পরিষদের সদস্যবৃন্দ, সচিব, গ্রামপুলিশগণ দিবারাত্রি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বুকে হাত দিয়ে আল্লাহকে হাজির-নাজির করে বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদের একটা টাকাও অনৈতিকভাবে তছরুপ করেননি। বরং নিজ তহবিলের টাকা দিয়ে পরিযদ ভবনের মাঠ ভরাটসহ অসংখ্য উন্নয়নকাজ করেছেন। তাছাড়া পরিষদের সকল সদস্য ও কর্মচারীদের কোনো রকম দুর্নীতি ও অনৈতি কার্যকলাপ না করতে কঠোরভাবে নির্দেশ দেয়া আছে। আমার অজান্তে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ড বা দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে প্রমাণসহ আমাকে অবিহত করুন। দ্রুত ব্যবস্থা নেব।
পরিষদের প্যানেল চেয়ারম্যান মুনছুর রাব্বি বলেন, আমি এই পরিষদের বারবার নির্বাচিত সদস্য। এর আগেও আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এলাকার উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার মধ্যে কোনো দুর্নীতি নেই। স্বজনপ্রীতি নেই। তিনি একজন সহজ-সরল মানুষ। এ সময় তিনি চেয়ারম্যানের পক্ষে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, দূর্নীতি ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার ব্যাপারে চেয়ারম্যান আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন। এ কথা অকপটে স্বীকার করেন তারা৷
পরিশেষে উত্তর ধূরুং ইউনিয়নের উন্নয়নে তিনি সকল শ্রেণি-পেশাসহ আপামর জনসাধরণের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যায়িত করে ধূরুংবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান।
এ সময় ইউপি সদস্য যথাক্রমে- কলিম উল্লাহ, নাছির উদ্দিন, রহিমা আকতার, জিনুফা আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied