ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

শিবচরে আলোচিত বক্কার হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৩:৯
মাদারীপুরের শিবচরে আলোচিত শ্রমিক লীগ নেতা আবু বক্কর হত্যা মামলার ৬ দিন পার হলেও কোন আসামিকে গ্রেফতার করেতে পারেনি পুলিশ। আসামি গ্রেফতারের দাবিতে রোববার (২৭ জুন) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের পাঁচ্চর এলাকায় কয়েক কিলোমিটার সড়কজুড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী। পরে পুলিশের পক্ষ থেকে  দ্রততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে মানববন্ধন তুলে নেয়া হয়।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জুন ইউপি নির্বাচনে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আজিজুল সরদারের পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে নির্বাচনের আগের রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউসুফ সরদারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় ইউসুফ সরদারের সমর্থকরা আবু বক্কার ফকিরের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার বেসরকারি আজগর আলী হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় একদিন পরে  মারা যান আবু বক্কার ফকির। আবু বক্কার মাদবরচর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছিলেন। তিনি ডাইয়ারচর গ্রামের মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে।
 
এদিকে এ ঘটনার পর থেকেই ওই এলাকা বেশ উত্তপ্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার ৬ দিন পার হওয়ার পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন এলাকাবাসী।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ঘটনার দিনেই একটি মামলা নেয়া হয়েছে। পরবর্তীতে ওই  মামলাকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়। হত্যা মামলার  আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আসামিদের গ্রেফতার করব ইনশা ‍আল্লাহ।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা