শিবচরে আলোচিত বক্কার হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মাদারীপুরের শিবচরে আলোচিত শ্রমিক লীগ নেতা আবু বক্কর হত্যা মামলার ৬ দিন পার হলেও কোন আসামিকে গ্রেফতার করেতে পারেনি পুলিশ। আসামি গ্রেফতারের দাবিতে রোববার (২৭ জুন) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের পাঁচ্চর এলাকায় কয়েক কিলোমিটার সড়কজুড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী। পরে পুলিশের পক্ষ থেকে দ্রততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে মানববন্ধন তুলে নেয়া হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জুন ইউপি নির্বাচনে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আজিজুল সরদারের পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে নির্বাচনের আগের রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউসুফ সরদারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় ইউসুফ সরদারের সমর্থকরা আবু বক্কার ফকিরের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার বেসরকারি আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিন পরে মারা যান আবু বক্কার ফকির। আবু বক্কার মাদবরচর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছিলেন। তিনি ডাইয়ারচর গ্রামের মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে।
এদিকে এ ঘটনার পর থেকেই ওই এলাকা বেশ উত্তপ্ত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার ৬ দিন পার হওয়ার পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন এলাকাবাসী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ঘটনার দিনেই একটি মামলা নেয়া হয়েছে। পরবর্তীতে ওই মামলাকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়। হত্যা মামলার আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আসামিদের গ্রেফতার করব ইনশা আল্লাহ।
এমএসএম / জামান
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ
গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া
কোটালীপাড়ায় বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু
দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ঃ কুমিল্লায় হাজী ইয়াছিন
তারাগঞ্জে প্রাণি-সম্পদ কর্মকর্তার অবহেলায় মজুত থাকা সত্বেও পাচ্ছে না এলএসডি ভ্যাক্সিন, ঝুঁকিতে খামারীরা
চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড
ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি
কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা
Link Copied