প্রবাসীর স্ত্রীকে প্রেমে ফাঁসিয়ে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

গাজীপুরের কোনাবাড়ীতে সৌদি প্রবাসীর স্ত্রীকে প্রেমে ফাঁসিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে প্রতিবেশি আঃ রশিদ মোল্লার (৪৯) বিরুদ্ধে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবিষয়ে সৌদি প্রবাসী সোনাই মিয়ার বাবা আশরাফ আলী টেপু বাদী হয়ে জিএমপি কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সোনাই মিয়ার বাবা বলেন,আমার ছেলে বিদেশে যাওয়ার পর প্রায় ২ বছর ধরে প্রতিবেশী মৃত কফিলউদ্দিনের ছেলে আঃ রশিদ মোল্লা আমার পুত্র বধুকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিছুদিন পরে তারা অনৈতিক ভাবে মেলা মেশা করতে থাকে। বাধা দিলেই হত্যার হুমকি দিতো সে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকে থাকা ৩৬ লাখ টাকাও আত্মসাৎ করেছে ওই মানুষ রুপি নরপশু। বর্তমানে তারা আমবাগ পূর্ব পাড়া আলমের বাড়িতে ভাড়া নিয়ে বিবাহ ছাড়াই অবাধে দৈহিক মেলামেশা করছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানায়, বাঘিয়া এলাকার মোঃ আশরাফ আলী ওরফে টেপুর পুত্রবধূ মোর্শেদা বেগম (৩০) এর সঙ্গে একই এলাকার আঃ রশিদ মোল্লার সঙ্গে প্রায় দুই বছর ধরে গোপনে অবৈধ প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে।
আর সোনাই মিয়ার বাবা আশরাফ আলী বৃদ্ধা একজন মুদি দোকানদার। বৃদ্ধা মাকে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বাঘিয়া প্রাইমারী স্কুলের পিছনে মুদি দোকানে ব্যস্ত থাকেন সোনাই মিয়ার মা-বাবা।
তাদের প্রেম ভালবাসার একপর্যায়ে দৈহিক সম্পর্কে গড়ায়। দৈহিক সম্পর্ক চলাকালে একদিন সোনাই এর বাবা হাতেনাতে ধরে ফেলেন। সেই দিন রশিদ মোল্লা বৃদ্ধাকে হত্যার হুমকী দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে প্রায় সময় সুযোগ পেলেই রশিদ সোনাই এর স্ত্রীর কাছে আসা-যাওয়া করতে থাকে। বিষয়টি ফের টের পেয়ে বাধা দেয়ার চেষ্টা করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করার চেষ্টা করেন রশিদ মোল্লা। খুন করে লাশ গুম করার হুমকীসহ মিথ্যা মামলায় জড়ানো হবে বলে ডায়েরিতে উল্লেখ করেন মোর্শেদার শশুর।
পরকীয়া কাজে বাধা দেয়ায় প্রায় দুই মাস পূর্বে রশিদ তার প্রেমিকাকে নিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে নছের মার্কেট ছাত্তার মেম্বারের বাড়ির পূর্বে পাশে রানা মৃধার বাড়ির দ্বিতীয় তলায় বাসাভাড়া নিয়ে সেখানে রাখে। এরপর থেকে ইচ্ছেমত ভাড়া বাসায় নিয়মিত আসা-যাওয়া করে এবং দৈহিক সম্পর্কে লিপ্ত হয় রশিদ মোল্লা। দৈহিক মেলামেশা ছাড়াও প্রেমিকের কাছ থেকে প্রায় ৩৬ লাখ টাকা হাতিয়ে নেয়। সেই টাকা দিয়ে বর্তমানে ব্যবসা পরচিালনা করছে বলে একাধিক সূত্রে জানায়।
অবৈধ ভাবে মেলামেশা করতে গেলে ২২-মে রোববার সকাল সাড়ে ১১টার দিকে যা ঘটেছিলঃ-
ওই দিন নছের মাকের্ট এর পূর্ব দিকে রানা মৃধার ফ্লাট বাড়িতে রশিদ মোল্লা প্রবাসীর স্ত্রীর মোর্শেদা বেগমের সঙ্গে দৈহিক মেলামেশা করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে স্থানীয় কাউন্সিলর খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে বিচার করার প্রতিশ্রতি দিয়ে পুলিশের কাছ থেকে উদ্ধার করেন। যদিও পুরো ঘটনাটি এলাকাবাসী সবাই জানেন। সৌদি থেকে সোনাই মিয়া ফোনে জানান, ২০০৭ সালে ইসলামী শরীয়া মোতাবেক আশুলিয়ার শ্রীপুর গ্রাম নিবাসী মৃত মমতাজ আলীর মেয়ে মোর্শেদা বেগমকে বিয়ে করি।
দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে।
সংসারের আয়-উন্নতি বাড়ানোর জন্য ২০১৬ সালে বৃদ্ধ বাবা-মায়ের কাছে স্ত্রী-কন্যাকে রেখে সৌদি-আরবে পাড়ি জমান সোনাই। প্রবাসে যাওয়ার পরে স্ত্রী একক নামে কোনাবাড়ি ইসলামী ব্যাংক শাখা থেকে একটি একাউন্ট খুলে পাঠায়। যেখানে স্বামী-স্ত্রীর যৌথ একাউন্ট থাকার কথাছিল। মোর্শেদার যৌথ একাউন্ট না পাঠিয়ে নানা ফন্দিফিকির করে প্রবাসী স্বামী সোনাইকে ভুলিয়ে স্ত্রীর দেয়া একক একাউন্টেই টাকা পাঠাতে বলে।
সোনাই জানান, সরল বিশ্বাসে স্ত্রীর একক একাউন্টেই বিগত সাত বছর ধরে সৌদি-আরবে থেকে প্রতি মাসে টাকা পাঠানো হতো। এ যাবৎ তিনি ৩৬ লাখ টাকা পাঠিয়েছেন স্ত্রীর একক একাউন্টে। সোনাই আরো জানান, আমার অবর্তমানে বৃদ্ধা বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে পাশের বাড়ির রশিদ মোল্লার সঙ্গে দুই বছর ধরে গোপনে যৌন সম্পর্ক গড়ে তুলেই ক্ষান্ত হয়নি ওই মোল্লা। তিনি জানান, রশিদ মোল্লা স্ত্রী মোর্শেদাকে উস্কানি দিয়ে নিয়ে সারা জীবনের গচ্ছিত ৩৬ লাখ টাকা নিয়েছে আঃ রশিদ।
ওই প্রবাসী আরো জানান, রশিদ মোল্লার উস্কানিতে ৩/৬/২০২২ইং তারিখে আমাকে তালাক দেয়া হয়েছে। তিনি জানান, আমাকে তালাক দিয়েছে তাতে কোন সমস্যা নেই, কিন্তু আমার টাকাগুলো আমাকে ফেরৎ যেন দেয়া হয় তা না হলে আদালতে মামলা করা হবে। রশিদ মোল্লাকে বিয়ে করেছে কি না এমন প্রশ্ন করা হলে, সোনাই জানান, তাদের দুইজনের মধ্যে বিয়ে হয়েছে কি না তা জানি না, তবে নছের মাকের্ট রানা মৃধার বাড়িতে ধরা পড়ার পর এখন আমবাগ পূর্ব পাড়া আলমের বাড়িতে বাসা ভাড়া নিয়ে আছে। তাছাড়া চলতি মাসের তিন তারিখে আমাকে তালাকের কাগজ দিয়েছে। তালাক দেয়ার তিন মাস আগে তো বিয়ে করা যায় না তবে রশিদ মোল্লা আমবাগ পূর্ব পাড়ায় নিয়মিত আসা-যাওয়া করছে।
এবিষয়ে জানতে আঃ রশিদ মোল্লার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন জানান, এবিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এমএসএম / এমএসএম

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস ব্রিফিং
Link Copied