ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের উদ্বোধন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ৩:২০
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করে অত্যাধুনিক সেবার মান নিয়ে পথচলা শুরু করেছে দেশ মেডিকেয়ার। প্রতিষ্ঠানটির নামফলক উন্মোচন, ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া। বিশেষ দাওয়াতে উপস্থিত ছিলেন উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন মাছুম, যুবলীগ নেতা দুলাল আহমদ, মুহিত মিয়া, আলাউদ্দিন আহমদ, লিয়াকত আলী প্রমুখ।
 
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- রজত চন্দ্র দাস ভুলন, শাহাবুদ্দিন শাহীন, হুসাইন আহমদ, আ.হ ইমন শাহ্, আবুল কাশেম অফিক, রাজিব আহমদ রাজিন, জাগির হোসেন, সৌরভ আহমদ, জাহেদ আহমদ।
 
আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পূজা পরিষদের সেক্রেটারি নয়ন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, যুবলীগ নেতা শাহজাহান মিয়া, ইব্রাহিম আলী সুজন, আব্দুল হামিদ, ছাত্রলীগ নেতা এ কে টুটুল, কামরুল ইসলাম, রাশেদ আহমদ, শামীম আহমদ, সামছুল ইসলাম, জাহাদ আহমদসহ রাজনৈতিক ও সামাজির অঙ্গনের ব্যক্তিবর্গ।
 
এছাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান ম. আ মুহিত, ব্যবস্থাপনা পরিচালক আলী আমজদ ভূঁইয়া, পরিচালক আব্দুস সালাম, আব্দুল আলী, ডা. রাজীব দেবনাথ, পলাশ চক্রবর্ত্তী, নিশিত কুমার শীল, চিরঞ্জীব দাস প্রমুখ উপস্থি ছিলেন।
 
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির সেবা মূহের মধ্যে রয়েছে- বহির্বিভাগে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান, ২৪ ঘণ্টা আল্ট্রাসনোগ্রাম সুবিধা, সম্পূর্ণ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ফার্মেসি, ডাক্তার কনসালটেশন সেন্টার, ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টার। এছাড়া বহির্বিভাগ ও ডে কেয়ার সার্ভিসসমূহ হলো- ব্ল্যাড ট্রান্সফিউশন, সব ধরনের ডেসিং, নেবুলাইজেশন, ক্যাথেটারাইজেশন ইত্যাদি।

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত