ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মেয়েরাও যখন নোংরা মন্তব্য করে, তখন খারাপ লাগে: দর্শনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২২ বিকাল ৫:৩৬

ছিমছাম গড়নের সুদর্শনা অভিনেত্রী দর্শনা বণিক। কলকাতার এই তরুণীর পরিচিতি রয়েছে বাংলাদেশেও। এখানে তিনি ইতোমধ্যে দুটি সিনেমায় কাজ করে ফেলেছেন। যদিও সেগুলো মুক্তি পায়নি। তবে মিউজিক ভিডিওর মডেল হিসেবে গ্ল্যামার ছড়িয়েছেন।

পর্দায় গল্পের প্রয়োজনে বিভিন্ন রূপে হাজির হন দর্শনা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি অনেকটা সাহসী। প্রায়শই খোলামেলা ছবি দেন। শরীরী আবেদন ফুটিয়ে তোলেন স্বল্প বসনায়। এ কারণে অবশ্য নিন্দুকের কটূ কথাও শুনতে হয় তাকে। তবে সেসব নিয়ে খুব একটা মাথা ঘামান না অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় ট্রলের অভিজ্ঞতা নিয়ে দর্শনা বলেন, ‘একবার একটি রিল ভিডিও করতে গিয়ে আমি হাত কাটা ব্লাউজ পরেছিলাম। সেই পোশাক নিয়ে কম সমালোচনা হয়নি। এমনকি বহুবার এটাও বলা হয়েছে আমি ন্যাকা। আমার কথা বলার ধরণ বাচ্চাদের মতো। কিন্তু আমি এই রকমই।’

আরেকটি ঘটনার উদাহরণ দিয়ে দর্শনা বলেন, ‘আমি একবার একটি শো-তে গিয়ে মন্তব্য করেছিলাম, আমার দক্ষিণ ভারতীয় মানুষকে বিয়ে করার ইচ্ছা রয়েছে। কারণ আমার মনে হয় ওরা খুব সংস্কৃতি সচেতন। আমার সেই মন্তব্য নিয়েও অনেকে কটাক্ষ করেছিলেন। যদিও আমি কাউকে নিচু করে দেখাতে চাইনি।’

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি-ভিডিওতে নোংরা মন্তব্যের শিকার হন দর্শনা। তবে তার বেশি খারাপ লাগে, যখন কোনো মেয়ে নোংরা মন্তব্য করে।

এ নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘কিছু মানুষ আছে যারা সবসময়ই খারাপ মন্তব্য করেন। মেয়েদের পোশাক তাদের কাছে বিষয় নয়। কিন্তু আমার তখনই খারাপ লাগে যখন মেয়েরাও মেয়েদের ছবিতে অসম্মানজনক মন্তব্য করেন। তারা অনেকেই হয়তো আমার বয়সী, অনেকে আবার আমার মাতৃসম। তাদের থেকে কুরুচিকর মন্তব্য শুনতে একজন মেয়ে হিসেবে খুব খারাপ লাগে।’

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি ও ওম সাহানি অভিনীত সিনেমা ‘ভয় পেও না’। এই সিনেমার আইটেম গানে নেচেছেন দর্শনা। প্রথমবার আইটেম গার্ল হয়ে শরীরের উত্তাপ ছড়িয়েছেন তিনি। বিস্তর খোলামেলা হয়ে কোমর দুলিয়েছেন গানের সঙ্গে।

এমএসএম / এমএসএম

পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা

ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই

ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

হিরো আলম গ্রেফতার

আন্তর্জাতিক চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সংগীতশিল্পী মাসুম বিল্লাল ফারদিন

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা