সৌদি আরব পৌঁছেছেন ৯ হাজার ৬০৬ জন বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত নয় হাজার ৬০৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে সোমবার মধ্যরাতে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, সোমবার সকালে সরকারি ব্যবস্থাপনার প্রথম পর্বের শেষ ফ্লাইট জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরবে নিযুক্ত জেদ্দাস্থ মৌসুমি হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলমসহ অন্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানান।
বুলেটিনে হজযাত্রার সর্বশেষ অবস্থায় বলা হয়, এ পর্যন্ত সৌদি আরব পৌঁছানো সর্বমোট হজযাত্রীর সংখ্যা ৯ হাজার ৬০৬। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৩৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬ হাজার২২৩ জন।
এ পর্যন্ত মোট হাজ ফ্লাইট পরিচালিত হয়েছে ২৪টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, সৌদি এয়ারলাইন্সের ছয়টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের চারটি।
বুলেটিনে আরো বলা হয়, এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৩৩ দশমিক ৯২ শতাংশ হজযাত্রীর। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৮৫ দশমিক ৪৫ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার ৩০ দশমিক ৮ শতাংশ। গত ৫ জুন প্রথম হজ ফ্লাইট পরিচালিত হয়। শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।
চাঁদ দেখাসাপেক্ষে ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে গত দুই বছর বাংলাদেশে থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এবার সারাবিশ্ব থেকে ১০ লাখ মুসল্লি হজে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। এবার নির্ধারিত সময়ের অনেক পর সৌদি আরব সরকার ঘোষণা করে বাংলাদেশে থেকে হজে যাওয়ার সুযোগ দেয়ার কথা। তবে কমিয়ে দেয়া হয় হজযাত্রীর কোটা।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গমনের সুযোগ পাচ্ছেন। যদিও আগে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ বাংলাদেশ থেকে হজে অংশ নেয়ার সুযোগ পেতেন। এ বছর ৬৫ বছরের বেশি বয়সীদের হজে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না সৌদি সরকার।
জামান / জামান

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

কোরআনে কল্যাণের পথে অগ্রগামী বলা হয়েছে যাদের

মন্দ কাজ থেকে নিজেকে বাঁচাবেন যেভাবে

কৃতজ্ঞতা প্রকাশে জীবন-জীবিকার প্রশস্ততা

কিবলা পরিবর্তনের নির্দেশ এসেছে কোরআনের যে আয়াতে

মানুষের ওপর আল্লাহর রহমত নিয়ে যা বলেছেন মসজিদুল হারামের খতিব

পবিত্র আশুরা আজ

আশুরার রোজা কবে-কয়টি রাখতে হবে

কারবালার মর্মান্তিক ইতিহাস ও শিক্ষা

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা

কোরবানির পশু জবেহ করার বিধান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা
