ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শাহজাদপুরে পূজা উদযাপন পরিষদের প্রার্থীকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৪:৭

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী স্বপন কুমার সূত্রধরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রোববার (১২ জুন) রাতে বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল গোবিন্দ সাহাকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭-৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভিকটিমের বড় দাদা তপন কুমার সূত্রধর। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি গ্রামের মৃত কার্তিক চন্দ্র সুত্রধরের ছেলে কাঠমিস্ত্রি স্বপন কুমার সূত্রধর আসন্ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলতৈল ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়। স্বপন কুমার প্রার্থী হবার পর থেকেই নির্বাচন না করার জন্য অপর সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকেরা তার উপর ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। কিন্তু স্বপন কুমার কারো ভয়ভীতির তোয়াক্কা না করে নির্বাচেন অংশগ্রহণ করলে এলাকার প্রভাবশালী বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল গোবিন্দ সাহা গং গত বৃহস্পতিবার (৯ জুন) গভীর রাতে সাধারণ সম্পাদক প্রার্থী স্বপন কুমারের উপর হামলা চালিয়ে গরুতর আহত করে। এ ঘটনায় তার বড় ভাই তপন কুমার সূত্রধর বাদী হয়ে শনিবার (১১ জুন) সন্ধ্যায় হামলাকারী অতুল গোবিন্দ সাহাসহ সাতজনকে নামীয় ও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে শাহজাদপুর থানায় মামলা দয়ের করেন।

এ ব্যাপারে কথা হয় উপজেলা কাঠমিস্ত্রি সমিতির সহ-সাধারণ সম্পাদক ফটিক সূত্রধরের সাথে। তিনি জানান, কাঠমিস্ত্রি শ্রমিক স্বপন কুমার সূত্রধরকে হত্যাচেষ্টার পর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কোনো খোঁজ খবর নেননি এবং ভিকটিমের পাশেও দাঁড়াননি। তাই বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছি। আমরা এর সুবিচার চাই।

এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তারপরও জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে আজকেই কথা হয়েছে। আমরা বসে এর মীমাংসা করে দেব। 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাঞ্চন কুমার জানান, উপজেলার বেতকান্দি গ্রামের স্বপন কুমারকে আহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ জুন) রাত ১টার দিকে উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি গ্রামে শ্রী শ্রী গজেন্দ্রনাথ সেবা আশ্রমে নামযজ্ঞকীর্ত্তন চলাকালে বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বেতকান্দি গ্রামের অতুল গোবিন্দ সাহার (৬০) নির্দেশে তার ছেলে সমীর কুমার সাহার (৩৫) নেতৃত্বে অসীত সাহা (৩০), ডা. গোপাল সাহা (৩৫), লিটন কুমার সাহা (৪৫), সঞ্জয় সাহাসহ (৩৬) ৮-১০ জন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসন্ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলতৈল ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রাথী স্বপন কুমার সূত্রধরের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

এমএসএম / জামান

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প

অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা

শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ

পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন

কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার

মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

সলঙ্গায় মাছবাহী ট্রাকে পানি ভরাট"নষ্ট হচ্ছে মহাসড়ক-ঘটছে অসংখ্য দুর্ঘটনা