আক্কেলপুরে শিক্ষকের বেধড়ক প্রহারের শিকার দুই ছাত্র
জয়পুরহাটের আক্কেলপুরে শ্রেণিকক্ষে কথা বলাকে কেন্দ্র করে শিক্ষক কর্তৃক দুই ছাত্রকে বেধড়ক মারপিটের অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে ঘটেছে। শিক্ষকের মারধরে আহত দুই শিক্ষার্থী ওই বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে মানবিক শাখায় পড়ুয়া সাব্বির মণ্ডল, রোল নং ৯৯ এবং জুয়েল মণ্ডল, রোল নং ৭৪। অভিযুক্ত মফিদুল ইসলাম বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক।
সরোজমিন জানা যায়, গত মঙ্গলবার ৯ম শ্রেণির মানবিক শাখায় পাঠদান করছিলেন শিক্ষক মফিদুল ইসলাম। পাঠদান চলাকালীন শিক্ষার্থীদের কথা বলাকে কেন্দ্র করে বেত দিয়ে দুই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে আহত করে ওই শিক্ষক। পরে দুই শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের বিষয়টি অবগত করে। এ ঘটনার পর ওই বিদ্যালয়ের শিক্ষর্থী ও অভিভাবকদের মধ্যে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে ওই দিন বিকেলেই এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সভাপতি, স্থানীয় ইউপি চেয়ারম্যান, অভিভাবক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও পূর্বে ওই শিক্ষক কর্তৃক মারধরের অভিযোগ পাওয়া যায় বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের কাছে।
আহত শিক্ষার্থী সাব্বির মণ্ডল বলে, মফিদুল স্যার জ্যামিতি ক্লাস নিচ্ছিলেন। কথা বলাকে কেন্দ্র করে স্যার আমাদের খুব মারপিট করেন। মারার সময় স্যার বলেন, আমি জীবনেও কাউকে এমন মার মারিনি। মার সহ্য করতে না পেরে আহত জায়গায় পানি দিতে যাওয়ার জন্য অনুমতি চাইলেও স্যার শোনেননি। এই স্যার আগেও এরকম ঘটনা ঘটিয়েছেন।
আহত আরেক শিক্ষার্থী জুয়েল মণ্ডলসহ ওই শ্রেণিতে পড়ুয়া অনান্য শিক্ষার্থীরাও একই কথা বলে।
মারধরের বিষয়ে জানার জন্য শিক্ষক মফিদুল ইসলামের খোঁজ করলেও তাকে বিদ্যালয়ে পাওয়া যয়িনি। কিন্তু শিক্ষক হাজিরা খাতায় তার বিদ্যালয়ে উপস্থিতি থাকার বিষয়টি নিশ্চিত করেন প্রধান শিক্ষক। তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
আহত সাব্বিরের মায়ের সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনার পর আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম। ওই শিক্ষক ভুল স্বীকার করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, মঙ্গরবার দুই ছাত্র এসে আমার কাছে এসে অভিযোগ করে। তখন শিক্ষক ও ছাত্রদের সাথে কথা বলে তাদের কথার অমিল পাওয়া যায়। পরে এ বিষয়ে একটি বৈঠক করা হয়। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্বেও এমন ঘটনা ওই শিক্ষক ঘটিয়েছিল, তখন তাকে সতর্ক করা হয়েছিল।
মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন বলেন, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫