ঢাকা শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

জাল দলিলে সরকারি সম্পত্তি দাবিকারীর বিরুদ্ধে বিচারকের মামলা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ৪:২৪

জাল দলিল তৈরি করে আদালতে মামলা দায়ের করে শাহজাদপুর উপজেলার খুকনী মৌজার সরকারের দখলে থাকা ১৬ শতক সম্পত্তি আত্মসাতের অপচেষ্টার ঘটনা ফাঁস হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. সোহেল রানা বাদী হয়ে জাল দলিল সৃষ্টি করে সরকারি সম্পত্তির ভুয়া মালিকানা দাবিকারী মো. আফছার আলী শেখকে একমাত্র আসামি করে ফৌজদারি দণ্ডবিধির ৪৬৫/৪৬৬/ ৪৬৭/৪৬৮/৪৬৯/ ৪৭১ ধারায় মামলা দায়ের করেছেন। শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর আদালতে  এ মামলা দায়ের হয়, মামলা নং সিআর ২১৪/২২(শাহ)।

আসামি মো. আফছার আলী শেখ উপজেলার খুকনী গ্রামের মৃত শামসাদ আলীর ছেলে। আদালত মামলার অভিযোগ সরাসরি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। রোববার (২৬ জুন)  শাহজাদপুর আমলী আদালতের ব্রেঞ্চ সহকার্যী (পেশকার) মো. জাহাঙ্গীর হোসেন মামলার তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন আসামি মো.আফছার আলী শেখ।

আদালত সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী গ্রামের মৃত শামসাদ আলীর ছেলে মো. আফছার আলী শেখ খুকনী মৌজার এসএ ৮৯৯নং খতিয়ানের ৩২২৮  দাগ ও আরএস ১২৭৫ খতিয়ানের ৩৬৪৮নং দাগে ১৬ শতক সম্পত্তি জাল দলিল সৃষ্টির মাধ্যমে মালিকানা দাবি করে শাহজাদপুর যুগ্ম-জজ আদালতে অপর প্রকার ১১৯/১৮ নং মামলা দায়ের করলে মামলাটির বিচার নিষ্পত্তির জন্য শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতে স্থানান্তর হয়। মামলার নালিশী সম্পত্তি সরকারের মালিকানা হওয়ায় এ মামলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে বিবাদী করা হয়।

মামলার আরজিতে আফছার আলী শেখ দাবি করেন, জনৈক যতীন্দ্র নাথ দাস ১১/১১/৬৯ তারিখে ১৩১২০নং দলিলমূলে ১৬ শতক সম্পত্তি তার বরাবর হস্তান্তর করেন। কিন্তু নালিশী সম্পত্তি শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের এখতিয়ারধীন হলেও মো. আফছার আলী শেখ কৌশলে ১৩১২০নং দলিল নওগাঁ জেলার আত্রাই সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি দেখিয়ে আদালতে দাখিল করেন। দলিলটি কেন নওগাঁ জেলার আত্রাই সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়েছে, সে মর্মে আরজিতে বা সাক্ষীর জবানবন্দিতে মো. আফছার আলী শেখ সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।

যতীন্দ্র নাথ দাশ একজন হিন্দু ভদ্রলোক, যিনি স্বাধীনতাযুদ্ধের সময় কিংবা পূর্ববর্তী কোনো সময় ভারতে চলে যান, যার ফলে উক্ত সম্পত্তি বেওয়ারিশ সম্পত্তি হিসেবে সরকারের নামে রেকর্ড হয়েছে মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়। দাখিলকৃত দলিলটি পর্যালাচনায়ও সৃজিত মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়। যে সময়ে দলিল রেজিস্ট্রির কথা বলা হয়, উল্লিখিত সময়ে পাক হানাদার বাহিনী রেজিস্ট্রি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল,  ফলে ওই অফিসে পুরাতন কোনো দলিলের ভলিয়ম বা মূল দলিল পাওয়া যায় না। এর সুযোগ নিয়েছেন মো. আফছার আলী শেখ; এমটাও আদালতের বিবেচনায় ছিল। মামলার বাদীপক্ষে একজন সাক্ষীর শেষে একতরফা সূত্রে বিনা খরচায় ডিসমিস করেন শাহজাদপুর সিনিয়র সহকারি জজ মো. সোহেল রানা।

সরকারি সম্পত্তি  জেনে ও বুঝে জাল-জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে সরকারের দখলে থাকা মূল্যবান সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে উক্ত দলিলটি আদালতে দাখিল করা হয়েছে মর্মে প্রমাণিত হওয়ায় মো. আফছার আলী শেখের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ফৌজদারি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আদালতের সেরেস্তাদার আমিরুল মোমেন খান।

আদালতে জাল দলিল দাখিলকারীর বিরুদ্ধে বিচারকের মামলাকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। চৌকি আদালতের সিনিয়র আইনজীবী অ্যাড. মো. আনোয়ার হোসেন বলেন, জাল দলিল সৃষ্টি করে আদালতে দাখিল করা নিন্দনীয় কাজ। এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত।

অ্যাড. আব্দুল আজিজ জেলহক আদালতের যুগান্তকারী সিদ্ধান্তের ব্যাপারে বলেন, বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। জাল দলিল সৃষ্টিকারী মো. আফছার আলী শেখের বিরুদ্ধে আদালতের ওই সিদ্ধান্ত ভবিষ্যতে এ ধরনের অপরাধ হ্রাসে নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। সেই সাথে ভূমিদস্যুরাও জাল দলিল সৃষ্টি করে সম্পত্তি আত্মসাতের জন্য আদালতে মিথ্যা মামলা দায়ের করতে ভয় পাবে।

এমএসএম / জামান

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা