ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামে হামলার শিকার হয়ে প্রাণ হারাতে বসেছেন হোটেল শ্রমিক


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৬-৬-২০২২ রাত ১১:২৭
কুড়িগ্রামের সদর উপজেলায় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের দ্বন্দ্বে হামলার শিকার হয়ে প্রাণ হারাতে বসেছেন এক হোটেল শ্রমিক। গুরুতর আহত ওই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় জেলা সদরের ত্রিমোহনী এলাকার শাহ ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদ ইবনে আজাদ ফাহিমের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী শ্রমিকের পরিবার। তবে ওই ছাত্রলীগ নেতার দাবি, এ অভিযোগ তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’।
 
আহত শ্রমিকের নাম আউয়াল (২৭)। সে সদরের বেলগাছা ইউনিয়নের ২ নং ওয়র্ডের কালে এলাকার মৃত আব্দুলের ছেলে। জেলা শহরের পৌর বাজার এলাকায় একটি হোটেলে সে শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে।স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি বাড়ির কাছে ছ’মিল চত্বরে প্র¯্রাব করাকে নিয়ে টেম্পিল নামে এক তরুণকে মারতে উদ্যাত হন ওই বাড়ির ছেলে ও ছাত্রলীগ নেতা ফাহিম। এ নিয়ে দুই পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে বিবাদে জড়ায়। এ নিয়ে উত্তেজনা ছড়ালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এর মধ্যে হোটেল শ্রমিক আউয়াল শহরের পৌর বাজারের হোটেল থেকে কাজ শেষ করে তার নিজ বাড়িতে ফেরার পথে শাহ ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিবাদমান দুই গ্রুপের একটি গ্রুপের কয়েকজন যুবক আউয়ালকে প্রতিপক্ষের লোক ভেবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পুলিশ ও স্থানীয়রা আউয়ালকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
 
আহত শ্রমিক আউয়ালের স্ত্রী জান্নাতুন জানান, শনিবার সন্ধ্যায় তার স্বামী হোটেল থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন গুরুতর অবস্থায় তিনি চিকিৎসা খরচ জোগাতে পারছেন না। বাড়িতে থাকা দুই সন্তানকে নিয়ে  তিনি বিপাকে পড়েছেন।
কারা হামলা করেছে জানতে চাইলে আউয়ালের বরাত দিয়ে জান্নাতুন বলেন, ‘ সে বাড়িতে ফিরতেছিল। শাহ পাম্পের ওখানে ফাহিম নামে এক ছেলে আমার স্বামীকে কোপাইছে। আমার স্বামীতো কোনও দোষ করে নাই। আমার স্বামী ফিরি দেখি (পেছন ফিরে) মানা করছে, তারপরও তার কোমরে, হাতে, পায়ে, মাথায় অনবরত কোপাইছে।’
 
‘আমার স্বামী কাম না করলে আমরা ভাত খাইতে পারি না। আমার ছোট ছোট দুইটা মেয়ে আছে। আমার স্বামীর এখন কেমন করি চিকিৎসা হইবে। আমরা গরীব মানুষ, আমরাতো কোনও গ্যাঞ্জামোত যাইনা। আমরা কর্ম করি ভাত খাই। আমার স্বামীর যারা এই অবস্থা করছে আমি তার বিচার চাই।’
হোটেল শ্রমিকের ওপর হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফাহিম বলেন, ‘ যে সময় ওই যুবকের ওপর হামলা হয়েছে তখন আমি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলাম। কে বা কারা তার ওপর হামলা করেছে তা আমি জানি না। ’ তার বিরুদ্ধে এ ধরণের অভিযোগকে তিনি ষড়যন্ত্র বলে দাবি করেন।
ফাহিমের বিরুদ্ধে অভিযোগ ওঠার বিষয়টি স্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন,‘ হামলার ঘটনায় ভুক্তভোগী শ্রমিক ও তার স্ত্রী ছাত্রলীগের ফাহিমের নাম বলেছে। আমরা বিষয়টি গুরত্বের সাথে তদন্ত করছি। এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’হামলায় হোটেল শ্রমিক আহতে বিষয়টি স্বীকার করে সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘দুই পক্ষের দ্বন্দ্বে ওই হোটেল শ্রমিক হামলার শিকার হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি সে কোনও পক্ষের নয়। ভুক্তভোগীর পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।’
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘পক্ষে বিপক্ষে নাম শোনা যাচ্ছে। কারা জড়িত আমরা তা তদন্ত করছি। ভুক্তভোগীর পরিবার থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
 
 

এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা