কবি আবুল হোসেনের আজ মৃত্যুবার্ষিকী

বাংলা ভাষার অন্যতম কবি আবুল হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৪ সালের আজকের এই দিনে ঢাকায় মারা যান।
আবুল হোসেনের জন্ম ১৯২২ সালের ১৫ আগস্ট বাগেরহাটের ফকিরহাটের আরুয়াডাঙ্গা গ্রামে।
বাংলা কবিতায় অতি আবেগ বর্জনে এবং কবিতাকে মানুষের মুখের ভাষার কাছাকাছি নিয়ে যাওয়ার ক্ষেত্রে চল্লিশের দশকের প্রধান কবিদের একজন আবুল হোসেন। তাকে বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম আধুনিক কবি ভাবা হয়। পঞ্চাশের দশকে কবিতায় বাংলাদেশে যে কাব্যরুচি গড়ে উঠেছিল, সেই রুচির তিনি অন্যতম পথপ্রদর্শক ছিলেন। তিনি বিশ্বাস করতেন, কবিতা হচ্ছে অনুপ্রাণিত সংলাপ। তার প্রথম কবিতার বই ‘নব বসন্ত’প্রকাশিত হয় ১৯৪০ সালে মাত্র ১৮ বছর বয়সে, যা ছিল আধুনিক বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম প্রকাশিত কবিতার বই।
এ ছাড়া ‘বিরস সংলাপ’, ‘হাওয়া তোমার কি দুঃসাহস’, ‘দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে’, ‘এখনও সময় আছে’, ‘আর কিসের অপেক্ষা’, ‘রাজকাহিনী’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আরও লিখেছেন প্রেমের কবিতা, ব্যঙ্গ কবিতা, অনুবাদ কবিতা, অনুবাদ উপন্যাস, ভ্রমণকাহিনি ও স্মৃতিকথা।
বাংলা কবিতায় অবদানের জন্য তিনি ১৯৬৩ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮০ সালে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন। সংবাদ বিজ্ঞপ্তি।
প্রীতি / প্রীতি

বৃষ্টি ভালোবাসো!

নিষ্ফল ডায়েট

মুখোশ

অনিকেত জীবনের গল্প

আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আসছে আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ: ‘সুদিন ফিরে আসছে’

বহুরূপী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই
