ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের বুদ্ধিবিকাশে পুষ্টিনিশ্চিত করতে ৫০ জন তরুণ তরুণীদের একটি উদ্যোগ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ৪:৪২
আমরা বলি - "শিক্ষাই জাতির মেরুদন্ড "। এর সাথে একটি জাতির উন্নতির জন্য আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ - তা হলো সঠিক বুদ্ধিবিকাশে পর্যাপ্ত পুষ্টি আমাদের বাচ্চাদের খাদ্যে নিশ্চিত করা।  তবেই না যাবতীয় শিক্ষা কর্মসূচি কার্যকর হবে এবং আমাদের বুদ্ধিদীপ্ত শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণ করবে।  এই উদ্দেশ্যেই পুরো রমজান মাস জুড়ে আয়োজিত হয় একটি গবেষণা - যার বিষয় হলো এমন খাবারের অনুসন্ধান করা যার মধ্যে বুদ্ধিবিকাশের যাবতীয় পুষ্টি উপাদান থাকবে এবং যা তুলনামূলকভাবে বাংলাদেশে মূল্যেও সুলভ ! পরবর্তীতে এই গবেষণার তথ্য নিয়ে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী পৌঁছে যান বাংলাদেশের ৯টি জেলাতে  সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকদের কাছে।  তাদের সাথে ছিল পুষ্টিকর, সহজলভ্য এবং তুলনামূলক সুলভ খাবার ।  এই পুরো আয়োজনটি করেন মিস বাংলাদেশ ইন ট্রেইনিং (MBIT) নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন - যারা ২০২০ সাল থেকে কাজ করছেন নারী ক্ষমতায়ন এবং শিশুদের নিয়ে। 
 
এই পুরো আয়োজনটি বাংলাদেশে আয়োজিত হয় "প্রজেক্ট নুরজাহান " নামে। যার প্রথম ভাগে ছিল একটি গবেষণা। এই  গবেষণায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেন ১৩ জন তরুণ তরুণী ।  এবং তাদের নির্দেশনায় ছিলেন -  কানাডার পুষ্টিবিদ বেনজীর শামস,  চিকিৎসক এবং ওয়েলনেস কনসালটেন্ট ড. তৌহিদা ইরিন, MBIT এর প্রতিষ্ঠাতা এবং যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ড. নিলুফার ইসলাম, এবং  MBIT এর অ্যাডমিন সেহেমি সুলতানা।   
 
এই প্রজেক্টের গবেষণা শেষে একটি তথ্যবহুল পোস্টার এবং লিফলেট  নিয়ে দশজন  গ্রুপ লিডার পৌঁছে যান বাংলাদেশের নয়টি এলাকায়।  গ্রুপ লিডার হিসেবে ছিলেন - ফারিহা তাসনিম হৃদি এবং তানভীর আজাদ ইবন (সিলেট লিডার), যুক্তা ভৌমিক (ঢাকা লিডার) , সুরাইয়া ইসলাম দিবা (রাজশাহী লিডার) , জান্নাতুল মাওয়া (চট্টগ্রাম লিডার ), হাদিউজ্জামান অভি (যশোর লিডার ), তায়ামুন নাহার (চুয়াডাঙ্গা লিডার), সুমাইয়া রহমান সমাপ্তি (খুলনা লিডার) , সাবরিনা করিম সুহি (কুমিল্লা লিডার ) এবং তৌহিদা তাসনিম (গাজীপুর লিডার)।   
 
MBIT এর প্রতিষ্ঠাতা ড. নিলুফার ইসলাম জানান - "বাংলাদেশের মানুষ আমরা অনেক বেশি ভাত এবং শর্করা নির্ভর খাবার খাই।  অথচ একটা শিশুর বুদ্ধি বিকাশে প্রয়োজন অনেক ধরণের পুষ্টি।  অনেকে বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের বাবা - মায়েরা মনে করি এই ধরণের পুষ্টি শুধু দামি খাবারেই পাওয়া যায়। অথচ ব্যাপারটা তেমন না।  তাই আমরা বিভিন্ন রিপোর্ট , জার্নাল পেপার থেকে সংগ্রহ করি  প্রয়োজনীয় পুষ্টি বিষয়ক তথ্য।  এবং বাংলাদেশের প্রেক্ষিতে সেগুলো কোন কোন সুলভ মূল্যের খাবারে পাওয়া যায় তার একটি তালিকা তৈরী করি ।  পরবর্তীতে পুষ্টিবিদ এবং চিকিৎসকদের সরণাপন্ন হই তাদের মতামত নেবার জন্য ।"
 
ড. ইসলাম আরো জানান - " এই ক্যাম্পাইন এ আমরা আরো জানাই কিভাবে শিশুদের পুষ্টিকর খাবারের প্রতি অনুপ্রাণিত করতে পারি সেধরণের কৌশল ও। শিশুদের পালং শাক খাবার জন্য অনুপ্রাণিত করতে আমরা দেখাই "পপাই দি সেইলোর " কার্টুনটি !  সাথে গ্রাম এলাকায় বিনামূল্যে বীজ বিতরণ ও করা হয় , যাতে নিজেরাই কিছু পুষ্টিকর খাবার উৎপাদন তারা করতে পারে । আমরা চেষ্টা করেছি শুধু একবেলা ভালো খাবার দিয়ে আমাদের দায়িত্ব শেষ না করে তাদের পুষ্টিকর খাবার এবং কিভাবে তারা নিজেদের সামর্থ্যের মধ্যে বাচ্চাদের  পুষ্টিকর খাবার দিতে পারেন সে বিষয়ে একটা প্রশিক্ষণ দেবার ! "
 
এই উদ্যোগের আরেকটি উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে সমাজ সেবামূলক কাজে উৎসাহী এবং প্রশিক্ষণ  দেয়া।  প্রজেক্ট শেষে স্বেচ্ছাসেবীদের MBIT সার্টিফিকেট এবং পুরস্কার ও বিতরণ করেন। উল্লেখ্য যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে চালিত মিস বাংলাদেশ ইন ট্রেইনিং ইতোমধ্যেই নারী ক্ষমতায়নে এবং প্যাজেণ্ট প্রশিক্ষণে  অনলাইনে  ৩৬টি বিনামূল্যের প্রশিক্ষণ দিয়েছেন।

এমএসএম / এমএসএম

সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটির আত্মপ্রকাশ, নেতৃত্বে মাহতাব-সোহেল

তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের উদ্যোগে শীতার্ত সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ

আওয়ামী লীগ সরকারের পাঠানো চিরকুট অনুযায়ী আমাদের জেল, রিমান্ড দেওয়া হতো: আমিনুল হক

জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

হেলাল তালুকদারের নেতৃত্বে মহানগর উত্তর বিএনপিকে শুভেচ্ছা

কদমতলীতে এক শিশুর রহস্যজনক মৃত্যু

উত্তরা সেক্টর-১১ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষথেকে বিএনপি নেতা মোস্তফা জামানের সাথে শুভেচ্ছা বিনিময়

সময় এসেছে সঠিক দলকে সমর্থনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় সুযোগ দেওয়ারঃ ইউনূছ আহমাদ

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ২০২৩-২৪ অর্থবছরের এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের বিজয়দিবস উদযাপন ও গুনিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড গুলি উদ্ধার

বৈষম্যের শিকার ডাক্তার সমাজ (স্বাস্থ্য) বিসিএস

২৪'গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য বিশেষ সম্মাননা পেলেন এইচ এম মাহমুদ হাসান