কুষ্টিয়ায় অসহায় পরিবারের ওপর হামলা
কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাসিমা (৪০) নামে অসহায় পরিবারের এক সদস্যকে বেদম পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।আহত নাসিমা কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর এলাকার জহরুলের স্ত্রী ।
এ ঘটনায় আহতের মেয়ে বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন ।১। রেজাউল ( ৫৫ ) , ২। সিদ্দিক ( ৩০ ) , ৩ । আলী শাহ্ , ৪। আমোদ আলী ( ৬৫ ) , পিতা - করমান পাণ্ডু , ৫। হাবিবুর ( ৩৫ ) , পিতা- আমোদ আলী , ৬। মতলেব রাশিদুল ( ৪০ ) , সর্বপিতা - জোয়াদ ( ৬৫ ) , ৭। আলতাফ ( ৫৫ ) , ৮। নুর হক ( ৪২ ) , ৯। আইয়ুব আলী ( ৪০ ) সর্ব পিতা - পুলাই শেখ , ১০। মিঠু ( ৩৫ ) , পিতা - মতলেব , সর্বসাং- জিয়ারথী কমলাপুর , ডাকঘর - কমলাপুর , থানা ও জেলা - কুষ্টিয়াসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন । বিবাদীগণ সম্পর্কে আত্মীয় - স্বজন । আমার দাদার সম্পত্তি দীর্ঘদিন যাবত বিবাদীগণ জোর পূর্বক ভোগ দখল করিয়া আসিতেছে । আমরা আমাদের জমির অংশ বুঝাইয়া দিতে বলিলে ১ ও ৬ নং বিবাদী প্রায়ই আমাদেরকে অশ্লিল ভাষায় গালিগালাজসহ মাধরধর করিতে আসে । এরই ধারাবাহিকতায় ২৪/০৬/২০২২ ইং তারিখ সকাল ৬.৩০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরিয়া ১ ও ৬ নং বিবাদীর নেতৃত্বে উল্লেখিত বিবাদীগণ সকলে একত্রিত হইয়া আমার বাড়িতে লাঠি - সোঠা দিয়া হামলা করিয়া আমার বাড়ি ভাংচুর করিতে শুরু করিলে আমরা পরিবারের সকলে বাধা দিতে গেলে আমার মা নাছিমা খাতুন ( ৪০ ) ' কে উপর্যুপরি কিল - ঘুষি , লাথি মারিয়া ও লাঠি দিয়া পিটাইয়া গুরুতর আহত করে । এরপর বিবাদীগণ আমার মাকে ৬ নং বিবাদীর বাড়িতে নিয়া দড়ি দিয়া বাধিয়া ১ ও ৬ নং বিবাদী আমার মায়ের জামা - কাপড় ছিঁড়িয়া ফেলিয়া আমার মাকে কাঠের বাটাম দিয়া পিটাইয়া গুরুতর নিলাফুলা , থ্যাতলানো , হাড় ভাঙ্গা ও রক্তাক্ত জখম করিয়াছে । মাইরের আঘাতে আমার মায়ের বাম পা ও ডান হাত ভাঙ্গিয়া গিয়াছে । বর্তমানে আমার মা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল , কুষ্টিয়ায় ভর্তি হইয়া চিকিৎসারত অবস্থায় রহিয়াছে । বিবাদীগণ আমাদের বাড়িটি ভাংচুর করিয়া ঘরের চারিপাশের টিনের বেড়া ভাঙ্গিয়া পাশে ফেলিয়া দিয়াছে । এ সময় বাড়িতে রাখা ঋণ বাবদ গ্রহণ করা নগদ ৪,৮০,০০০ / - ( চার লক্ষ আশি হাজার ) টাকা ও আমার ছোট ভাইয়ের প্রায় ৫০,০০০ / - টাকা মূল্যের ১ টি কম্পিউটার বিবাদীগণ নিয়া গিয়াছে । ১ নং বিবাদী আমাকে এই বলিয়া হুমকি প্রদান করিয়াছে যে , তোদেরকে এলাকায় থাকিতে দেবো না এবং যে কোন সময় তোদেরকে প্রাণে মারিয়া ফেলিব । বিবাদীগণ যে কোন সময় আমার পরিবারের সদস্যদের যে কোন ধরনের ক্ষতি সাধন করিতে পারে বলিয়া আমি আশংকা করিতেছি
এ ব্যাপারে জানতে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাতে গুরুতর জখম নিয়ে অসহনীয় যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছেন।
নাসিমা বলেন, আমরা অতি সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাদের নুন আনতে পান্তা ফুরায়। রেজাউলের ভাই সিদ্দিক পুলিশ সদস্য হওয়ায় বারবার আমাদের পুলিশের ক্ষমতা দেখিয়ে আমাদের পরিবারের উপর হামলা চালায়।
দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী আমার আত্মীয় পুলিশ সদস্য সিদ্দিক ও রেজাউল ইসলাম আমাদের জমি দখল করে রেখেছে। এ নিয়ে এলাকায় বহুবার দেন দরবার হলেও সে আমাদের জমি বুঝিয়ে দেয়নি। সে এলাকার কারও রায় মানে না। আমি এ নিয়ে প্রতিবাদ করলে তারা আমাকে মেরে ফেলার জন্য কয়েক দফা হামলা চালিয়েছে। এ বিষয়ে আমরা থানাতে মামলা দিতে গেলে থানা আমাদের মামলা নেই নাই কারণ তার ভাই সিদ্দিক পুলিশ সদস্য এবং উল্টো আমাদের নামেই অভিযোগ করেছেন। সিদ্দিক বর্তমানে কোটচাঁদপুর থানায় কর্মরত আছে।
এ বিষয়ে সিদ্দিকের মুঠোফোনে কথা হলে তিনি বলেন আপনারা যা পারেন করেন আমি পুলিশের চাকরি করি আমি এ ঘটনা জানিনা এবং আমি ছিলাম না।
এ বিষয়ে রেজাউলের সাথে এ কথা হলে তিনি বলেন সামান্য বিষয়ে কথাকাটি হয়েছে এ বিষয়ে বেশি দূর না গড়ানোই ভালো।
এমএসএম / এমএসএম
জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু
আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ
ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার
Link Copied