ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কক্সবাজারে ছিনতাই মামলায় ২ জনের যাবজ্জীবন


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ৪:৫৫

কক্সবাজারে কলেজছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাই করার মামলায় ৩ আসামিকে সাজা দিয়েছে আদালত। এরমধ্যে দুজনকে যাবজ্জীবন কারদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অপর আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুন বিকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি ঘোনার আবুল কালামের ছেলে মো. আবু ছিদ্দিক (৩৫), কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ডেইলপাড়ার মমতাজের ছেলে মনির আলম (২০) এবং কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল তৈতয়াপাড়ার সৈয়দুল আমিনের ছেলে মো. সেলিম প্রকাশ পুতু (২০)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. রণজিত দাশ এবং বেঞ্চ সহকারী দেলোয়ার হোসেন জানান, কক্সবাজারে কলেজছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অপর আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আদেশে অর্থদণ্ড হতে ভিকটিম এক লাখ টাকা পাবেন, অবশিষ্ট ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার নির্দেশনা দেয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৪ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার সরকারি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ইমরুল ইসলাম (২২) ও তার শ্যালক টেকনাফ উপজেলার হ্নীলার জাদিমুরা এলাকার মো. ওয়াহিদ মুরাদ (২০) বেড়াতে যাওয়ার সময় কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসের গেটের সামনে আসামিরা টমটম গাড়ির গতিরোধ করে অস্ত্রের ভয় দেখালে ইমরুল ইসলাম প্রতিবাদ করেন। তখন ১নং আসামি মো. আবু ছিদ্দিক ও ২নং আসামি মুন্না হাসান ওরফে মো. আমিন (২৮) ধারালো ছোরা দিয়ে তাকে শরীরে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম ও হাতের আঙ্গুলের রগ কেটে ফেলে। এ সময় মো. ওয়াহিদ মুরাদ এগিয়ে এলে আসামিরা তাকেও মারধর করে। সে সময় আসামিরা তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় ভিকটিম ইমরুল ইসলামের বড় ভাই রবিউল হাসান মো. আবু ছিদ্দিক ও মুন্না হাসান ওরফে মো. আমিনকে এজাহারনামীয় আসামি এবং দুজনকে অজ্ঞাতনামা উল্লেখ করে ২০২০ সালের ৫ জানুয়ারি কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন (মামলা নং ১২, ধারা ৩৯৪ দণ্ডবিধি এবং জিআর মামলা নং ১২/২০২০ ( সদর), এসটি মামলা নং ৯৪৬/২০২০)। 

সিসিটিভির ফুটেজ দেখে ওই ঘটনায় পুলিশ আসামিদের শনাক্ত করে। আসামি মো. আবু ছিদ্দিক পুলিশ কর্তৃক ধৃত হলে সে ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ মামলার এজাহারনামীয় ২নং আসামি মুন্না হাসান ওরফে মো. আমিন (২০) ঘটনার ৪ দিন পর সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করে। 

তদন্তকারী কর্মকর্তা মৃত মুন্না হাসানকে বাদ দিয়ে ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলাটি বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। বিচারক ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি বিচারের জন্য আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষী আদালতে উপস্থাপন করলে আসামিপক্ষে সাক্ষীদের জেরা শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনসহ সব বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন দণ্ডবিধির ৩৯৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদের সাজা প্রদান করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু ছিদ্দিক ও মনির আলম রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। ১০ বছর দণ্ডপ্রাপ্ত আসামি মো. সেলিম ওরফে পুতু পলাতক রয়েছে। 

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত