টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫১তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টায় এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত এক যুগে বাংলাদেশ নিম্নআয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বর্তমানে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার। দেশের অর্থনৈতিক এই অগ্রগতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা রয়েছে। উন্নত দেশে পুলিশ হচ্ছে মানুষের ভরসাস্থল। তাই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জনে, দেশকে স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে পুলিশকে মানবিক হয়ে কাজ করতে হবে।
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫১তম ব্যাচে মোট ৬৮৫ জনের মধ্যে ৬৮১ জন রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করতে সক্ষম হন। এদের মধ্যে মাঠ ও শরীরচর্চা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা টিআরসি ২৪০৩৪১ জোবায়রুল হাসান শাহিন ও আইন ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় টিআরসি ২৪০৩৬৪ উজ্জল দাসকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
পুলিশ ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান (বিপিএম, এনডিসি), ঢাকা রেঞ্জের অতিরিক্তি ডিআইজি সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিমসহ স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ও বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
