ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামে জেলা ছাত্রলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের মানববন্ধন


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৩০-৬-২০২২ রাত ১০:২৪
বৃহস্পতিবার (৩০ জুন) বেলা সাড় ১১টায় বাবলু হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন করে জেলা ছাত্রলীগ। অপরদিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসীর ব্যানারে শহরের ত্রিমোহনী বাজারে ঘড়যন্ত্রমূলক মামলা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া ও বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। 
 
বাবলু হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ১নং আসামি রাশেদা বেগমকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার।
 
কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রলীগের সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত ছাত্রলীগকর্মী বাবলুর পিতা শহিদুল ইসলাম, মা মনোয়ারা বেগম, ভাবি নুসরাত জাহান, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফী প্রমুখ।
 
অপরদিকে ত্রিমোহনীতে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে নাম দেয়ার প্রতিবাদে সমাবশে বক্তব্য রাখেন- বেলগাছা মহিলা ইউপি সদস্য আনায়ারা বেগম, আলমগীর কবীর, অনিল চন্দ্র, আমির হোসেন, সাবেক ইউপি সদস্য বক্তার আলী, ইউপি সদস্য তছলিম উদ্দিনসহ সুমা আক্তার, মমিন, বিদ্যুৎ রানা প্রমুখ।
 
জেলা ছাত্রলীগের সমাবেশে বলা হয়, একটি পক্ষ সন্ত্রাসী বাহিনী তৈরি করে নানানভাবে সাধারণ মানুষের ওপর হামলা করছে। হাত-পা কেটে নিচ্ছে। হত্যা করা হচ্ছে রাজনৈতিক কর্মীদের। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
 
অপরদিকে ত্রিমোহনীতে প্রতিবাদ সমাবেশে বলা হয়, একটি মহল নানাভাবে রাজনৈতিক বিরোধিতাকে কাজে লাগিয়ে মামলা-মোকদ্দমায় নিরীহদের নাম দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। এটা বন্ধ করা হোক।
 
মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ছাত্রলীগকর্মী বাবলুর বাবার সাথে প্রতিবেশী রাশেদা বেগম নামে বিবাহিত এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে গত ২৮ জুন রাতে সালিশ বৈঠক করেন বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া। বৈঠকে নিহত বাবলুর পরিবার উপস্থিত না হওয়ায় বাবলুর বাড়িতে ওই নারীকে জোর করে তুলে দেয়ার চেষ্টা করে চেয়ারম্যানের নেতৃত্বে একদল গ্রামবাসী। এ সময় বাবলু ও তার পরিবারের লোকজন ওই নারীকে তাদের ঘরে প্রবেশে বাধা দিলে চেয়ারম্যানের হুকুমে অভিযুক্তরা বাবলু ও তার পরিবারের লোকজনের ওপর হামলা করে। এ সময় মাথায় ও বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হন ছাত্রলীগকর্মী বাবলু। তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরদিন (২৯ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে দফায় দফায় বিক্ষাভ করে জেলা ছাত্রলীগ। পরে নিহতের বড় ভাই মশিউর রহমান বাবু বাদী হয়ে বেলগাছা ইউপি চেয়ারম্যান লিটন মিয়াসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫-৭ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। এ ঘটনায় রাশেদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
 
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, বাবলু হত্যায় জড়িত থাকার অভিযাগে এজাহারনামীয় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা