শিক্ষক হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে চুয়েট শিক্ষক সমিতির মানববন্ধন

ঢাকার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকাণ্ডে ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জনসম্মুখে গলায় জুতার মালা পরানোর ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ মানববন্ধন পালন করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষকরা বলেন, গত ২৫ জুন ঢাকার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক উৎপল কুমার সরকারকে খেলার মাঠে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক ছাত্র। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে তিনি মারা যান।
অন্যদিকে, ধর্ম অবমাননাকারী ছাত্রকে সহায়তার অভিযোগ তুলে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ কর্মকর্তাদের সামনেই জুতার মালা পরান মির্জাপুর ইউনাইটেড কলেজের ছাত্র ও স্থানীয় কিছু ব্যক্তি৷ চুয়েট শিক্ষক শিক্ষক সমিতি উক্ত ঘটনা দুটির তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানায়।
তারা আরো বলেন, সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রকে প্রচলিত আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। একই সাথে শিক্ষক উৎপল কুমার সরকারের বিয়োগের ক্ষতিপূরণ তার পরিবারকে নিশ্চিত করতে হবে।
একাত্মতা প্রকাশ করে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম। এছাড়া বিভিন্ন বিভাগের ডিন ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বক্তব্য প্রদান করেন- স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বদিউস সালাম, গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সানাউল-রাব্বি পাভেল।
চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. বশির জিসান তার বক্তব্যে উক্ত ঘটনার নিন্দা জানান ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। তিনি বলেন, শিক্ষক হিসেবে আমরা লজ্জিত যে, আমরা তাদের মতো অনেকেই শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাটুকু দিতে পেরেছি কিন্তু মানবিকভাবে শিক্ষিত করে তুলতে পারিনি। আপনাদের সামনে একজন শিক্ষককে অন্যায়ভাবে হেয়প্রতিপন্ন করবে, তা জাতির কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। শিক্ষকদের মানহানিকর ঘটনাসমূহ দিন দিন বেড়েই চলছে।
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের বক্তব্যের মাধ্যমে মানববন্ধনটি শেষ হয়।
এমএসএম / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
