নিম্নমানের আইডি কার্ড নিয়ে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের ক্ষোভ
সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ছিল স্মার্ট আইডি কার্ড। চলতি বছর প্রশাসনের আশ্বাসে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছিলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা। স্মার্ট আইডি কার্ডকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রকাশিত আইডি কার্ডের ডিজাইন ও মান নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ জুন) কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান ও গ্রন্থাগরিক সুলতানা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ আইডি কার্ড বিতরণ করার তথ্য জানানো হয়। শনিবার (২ জুলাই) সকালে নতুন এ স্মার্ট আইডি কার্ডকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করলেও বিতরণকৃত আইডি কার্ডের ডিজাইন ও মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঙলা কলেজের স্মার্ট আইডি কার্ডের মান নিয়ে প্রশ্ন তুলে কঠোর সমালোচনা করা হচ্ছে কলেজটিতে আইডি কার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তাদের।
মানিকুর রহমান সাব্বির নামে এক শিক্ষার্থী দৈনিক সকালের সময়কে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্বনামধন্য সরকারি বাঙ্লা কলেজে পড়াশোনা করি। আমাদের আইডি কার্ডটা ডিজিটাল হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
ইসমাইল হোসেন মেশকাত নামে এক শিক্ষার্থী বলেছেন, ফিতাগুলি সেই আগের মতোই ক্ষ্যাতমার্কা আছে। ফিতার মান আরো উন্নত করা যেতে পারত। ডিজাইনটিও অনেক লোকাল হয়েছে। মনে হচ্ছে ডিজাইনারের বড় অভাব পড়েছে!
আব্দুল হাই নামে আরেএক শিক্ষার্থী বলেছেন, খুবই নিম্নমানের আইডি কার্ড ডিজাইন। বাঙ্লা কলেজের পরিবার গ্রুপে এই যদি ডিজাইন চাইত তাহলে আমাদের বাঙ্লা কলেজের অনেক প্রফেশনাল ডিজাইনার ছিল তারা ফ্রি ডিজাইন করে দিত। তাছাড়াও এখনো যদি ডিজাইন পরিবর্তন করার প্রয়োজন হয়, জানাতে পারেন। আমরা অনেকেই আছি কলেজের জন্য একটি ফ্রি আইডি কার্ড ডিজাইন করে এদব।
এটা অনার্সের স্টুডেন্টদের আইডি কার্ড নাকি শিশু শ্রেণির? এর থেকে আগেরটা আরো স্মার্ট ছিল! ফিতাও মোটা করে নাই আবার আইডি কাডের লেখা ইংরেজি ফিতার লেখা বাংলা বলেছেন সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিন।
মারুফ নামে শিক্ষার্থী নিজের টাইমলাইনে পোস্টে লিখেছেন, ডিজাইনটা এক্সের ওয়াও হইছে না? কিন্ডারগার্টেন স্কুলেও এই ডিজাইন করে না। আমগো ডিজিটাল আইডি কার্ড লাগব না । আগেরটাহ ভালো।
এ বিষয়ে জানতে চাইলে বাঙ্লা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মিটুল চৌধুরী দৈনিক সকালের সময়কে বলেন, ডিজিটাল কার্ড প্লাস্টিক করলে ভালো হতো। তবে এ বিষয়ে পুরোপুরি জানি না। কথা বলে জানাব।
এমএসএম / এমএসএম
জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির
জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই
প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ
জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা
জকসুর ভোটগ্রহণ শুরু
নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা
শেকৃবিতে নিয়োগের সিন্ডিকেট সভা ঘিরে মারামারি
বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে আহকাবের উদ্যোক্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জকসু নির্বাচন: ভোটকেন্দ্রে ছাত্র সংগঠনের নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা