ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিম্নমানের আইডি কার্ড নিয়ে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের ক্ষোভ


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ২:৩৪

সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ছিল স্মার্ট আইডি কার্ড। চলতি বছর প্রশাসনের আশ্বাসে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছিলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা। স্মার্ট আইডি কার্ডকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রকাশিত আইডি কার্ডের ডিজাইন ও মান নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জুন) কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান ও গ্রন্থাগরিক সুলতানা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ আইডি কার্ড বিতরণ করার তথ্য জানানো হয়। শনিবার (২ জুলাই) সকালে নতুন এ স্মার্ট আইডি কার্ডকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করলেও বিতরণকৃত আইডি কার্ডের ডিজাইন ও মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঙলা কলেজের স্মার্ট আইডি কার্ডের মান নিয়ে প্রশ্ন তুলে কঠোর সমালোচনা করা হচ্ছে কলেজটিতে আইডি কার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তাদের।

মানিকুর রহমান সাব্বির নামে এক শিক্ষার্থী দৈনিক সকালের সময়কে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত  স্বনামধন্য সরকারি বাঙ্লা কলেজে পড়াশোনা করি। আমাদের আইডি কার্ডটা ডিজিটাল হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

ইসমাইল হোসেন মেশকাত নামে এক শিক্ষার্থী বলেছেন, ফিতাগুলি সেই আগের মতোই ক্ষ্যাতমার্কা আছে। ফিতার মান আরো উন্নত করা যেতে পারত। ডিজাইনটিও অনেক লোকাল হয়েছে। মনে হচ্ছে ডিজাইনারের বড় অভাব পড়েছে!

আব্দুল হাই নামে আরেএক শিক্ষার্থী বলেছেন, খুবই নিম্নমানের আইডি কার্ড ডিজাইন। বাঙ্লা কলেজের পরিবার গ্রুপে এই যদি ডিজাইন চাইত তাহলে আমাদের বাঙ্লা কলেজের অনেক প্রফেশনাল ডিজাইনার ছিল তারা ফ্রি ডিজাইন করে দিত। তাছাড়াও এখনো যদি ডিজাইন পরিবর্তন করার প্রয়োজন হয়, জানাতে পারেন। আমরা অনেকেই আছি কলেজের জন্য একটি ফ্রি আইডি কার্ড ডিজাইন করে এদব।

এটা অনার্সের স্টুডেন্টদের আইডি কার্ড নাকি শিশু শ্রেণির? এর থেকে আগেরটা আরো স্মার্ট ছিল! ফিতাও মোটা করে নাই আবার আইডি কাডের লেখা ইংরেজি ফিতার লেখা বাংলা বলেছেন সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিন।

মারুফ নামে শিক্ষার্থী নিজের টাইমলাইনে পোস্টে লিখেছেন, ডিজাইনটা এক্সের ওয়াও হইছে না? কিন্ডারগার্টেন স্কুলেও এই ডিজাইন করে না। আমগো ডিজিটাল আইডি কার্ড লাগব না । আগেরটাহ ভালো।

এ বিষয়ে জানতে চাইলে বাঙ্লা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মিটুল চৌধুরী দৈনিক সকালের সময়কে বলেন, ডিজিটাল কার্ড প্লাস্টিক করলে ভালো হতো। তবে এ বিষয়ে পুরোপুরি জানি না।  কথা বলে জানাব।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান সম্পাদক শাহাদৎ

গল্লামারীর মৎস্য খামারের সামনে 'খুলনা বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানালো খুবি শিক্ষার্থীরা

রাবি প্রশাসনের সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিব মোরাল ভাঙচুর

হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম

জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের

পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবিতে হিজাব দিবসের র‍্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের

সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'