সাটুরিয়ায় লোডশেডিংয়ে ভোগান্তি চরমে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চরম বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যদিও উপজেলার প্রত্যেকটি এলাকায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে। তবে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ এলাকাবাসী জানান, প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। অসহনীয় গরমে বিদ্যুৎহীন কয়েক ঘণ্টা তাদের কষ্টে কাটছে। তবে এই গরমে বিদ্যুৎ না থাকায় বৃদ্ধ ও শিশুরা বেশি কষ্ট পাচ্ছে। গত কয়েক দিন ধরে এ সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই গড়ে ১৫-২০ বার বিদ্যুৎ চলে যাচ্ছে।
এদিকে, উপজেলার অনেকেই তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের ফেসবুকের টাইমলাইনে বিদ্যুৎ ব্রিভ্রাটের বিষয় নিয়ে নানা ধরনের পোস্ট করেছেন। কেউ কেউ পল্লী বিদ্যুতের সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএমের প্রদত্যাগ দাবি করে পোস্ট দিচ্ছেন তাদের ফেসবুক পেজে।
সাটুরিয়া হাসপাতালের বিদ্যুতের বিকল্প ব্যবস্থা না থাকায় রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এছাড়া সাটুরিয়ায় নিরবছিন্ন বিদ্যুৎ না থাকায় চুরি বৃদ্ধি পাওয়ায় গরুর খামারিরা রাত জেগে পাহারা দিচ্ছেন। সামনে ঈদুল আজহা। কোরবানির পশু চুরি যাওয়ার ভয়ে খামারিরা রাত জেগে বাড়তি পাহারার ব্যবস্থা করেছেন।
এদিকে উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার এলাকায় সোমবার সকালে সোহেল রানা নামে সাটুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের এক রিডিংম্যান বিদ্যুৎ বিল প্রস্তুত করতে গেলে তাকে আটক করে এলাকার ক্ষুব্ধ জনতা। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে জনতার ভয়ে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা মাঠে কাজ করতে অনীহা প্রকাশ করছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় প্রয়োজন অনুযায়ী বিদ্যু সরবরাহ হচ্ছে না। এজন্য বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।
সাটুরিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৪৩ হাজার ৫০০ গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকের জন্য প্রতিদিন সাড়ে ১০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। বর্তমানে পাওয়া যাচ্ছে ২ থেকে ৩ মেগাওয়াট বিদ্যুৎ। প্রায় ৭ মেগাওয়ার্ড বিদ্যুৎ ঘাটতি থাকার ফলে এ সমস্যার সৃষ্টি হচ্ছে।
সাটুুরিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওবাইদুল্লাহ আল মামুন বলেন, গ্যাস সংকটের কারণে উৎপাদন কম। এজন্য চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সাটুরিয়ায় সাড়ে ১০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। সেখানে সর্বোচ্চ ৩ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ায় সাটুরিয়া উপজেলায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এ বিষয়ে আমার কিছু করার নেই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যা সমাধানের চেষ্টা করবেন।
এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত
Link Copied