ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ধামইরহাটের উমার ইউনিয়নবাসীর সেবা করতে চান ওবায়দুল হক সরকার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৯-৬-২০২১ বিকাল ৬:৩

নওগাঁর ধামইরহাটের উমার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর সেবা করতে চান ত্যাগী আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার, যাকে পুরো নওগাঁ জেলায় ওবায়দুল মেম্বার হিসেবে লক্ষাধিক মানুষ চেনে। সম্প্রতি উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডলের অকাল মৃত্যুতে ইউনিয়নবাসীর পক্ষ থেকে উৎসাহ ও সাড়া পাওয়ায় নির্বাচনে প্রার্থী হতে চান ওবায়দুল হক সরকার। ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন পেলে শতভাগ বিজয় নিশ্চিত বলে দাবি করেন ওবায়দুল হক সরকার।

তথ্য নিয়ে জানা যায়, ১৯৬৯ সালে জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে ছাত্র রাজনীতিতে পদার্পণ করেন ওবায়দুল হক সরকার। স্বাধীনতা যুদ্ধপরবর্তী স্বাধীন বাংলাদেশে ১৯৭৬ সালে থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আশির দশকে ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে একটানা ১২ বছর উমার ইউনিয়নের সদস্য হিসেবে সফলভাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ’৯০ পরবর্তীতে অনেক মিছিল-মিটিং, রাজনৈতিক বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে সামনের সারিতে থেকে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে দায়িত্বশীল নেতৃত্ব দিয়েছেন। প্রায় ৩০ বছর ধরে অনেক সুযোগ থাকা সত্ত্বেও ত্যাগ স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা যুগ্ম-সম্পাদক পদে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। দলীয় পদ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা থাকা সত্ত্বেও স্থানীয় সাংসদের পরামর্শে ত্যাগ স্বীকার করে আওয়ামী লীগের আদর্শকে বুকে লালন করে শুধুমাত্র দলীয় পদটিই আ‍ঁকড়ে আছেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় করে সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, বৈশিক মহামারী চলমান অবস্থায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায়দের অর্থনৈতিকভাবে সাহায্য-সহযোগিতা করেছেন।

উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম হেলাল জানান, ওবায়দুল হক সরকার একজন জনপ্রিয় ও পরীক্ষিতি নেতা। জনগণের সুখ-দুঃখে ইউনিয়নবাসীর পাশে তিনি সব সময় ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে দলের নমিনেশন দেয়া এখন ইউনিয়নবাসীর একমাত্র দাবি।

আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার জানান, আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শবান হয়ে তার উত্তরসূরি আওয়ামী লীগের কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতৃত্ব নওগাঁ-২ আসনে বারবার  নির্বাচিত জননন্দিত নেতা আলহাজ মো. শহীদুজ্জামান সরকার এমপির নেতৃত্বে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে উমার ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে বাকি জীবন উৎসর্গ করতে চাই।

 

এমএসএম / জামান

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল