ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

উলিপুরে নিম্নমানের চালের সুরাহা না হওয়ায় পড়ে রয়েছে পৌর চত্বরে


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৫-৭-২০২২ বিকাল ৬:১১
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় সরকারি খাদ্যগুদাম থেকে ভিজিএফের বরাদ্দকৃত দুর্গন্ধযুক্ত নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ ওঠার এক দিন পেরিয়ে গেলেও চালের কোনো সুরাহা হয়নি। সোমবার (৪ জুলাই) বিকেল থেকে মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ঘটনা ধামাচাপা দিতে খাদ্য বিভাগ ও চাল ব্যবসায়ী সিন্ডিকেটের তৎপরতা অব্যাহত রয়েছে।
 
পৌরসভার দাবি, নিম্নমানের দুর্গন্ধযুক্ত খাবার অযোগ্য চাল দুস্থদের মাঝে বিতরণ করলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। উভয়পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে ঈদের আগে ভিজিএফের চাল বিতরণে জটিলতা সৃষ্টি হয়েছে। 
 
পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের বরাদ্দ পাওয়া যায়। সে হিসাবে ৩০ টন ৮১০ কেজি (৩০ হাজার ৮১০ কেজি ) চাল সোমবার (৪ জুলাই) বিকেলে উলিপুর খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হয়। ওই চাল ট্রলিযোগে পৌরসভায় পৌঁছলে কিছু চালের বস্তা গুদামে তোলা হয়। এরমধ্যে দুর্গন্ধযুক্ত নিম্নমানের খাবার অযোগ্য চালের বিষয়টি চোখে পড়ে। তখন পৌর কর্মচারীরা চালের বস্তা বাছাই করতে গিয়ে দেখেন বিভিন্ন ধরনের চাল সরবরাহ করা হয়েছে। কোনো বস্তার চাল ছাতা ধরা, কোনো বস্তায় দুর্গন্ধযুক্ত নিম্নমানের আবার কোনো বস্তায় খুদের গুঁড়া মেশানো চাল। এছাড়া চালের বস্তাগুলোর মুখের সেলাই দুই ধরনের ছিল। হাতের ও মেশিনের সেলাই। এ অবস্থা দেখে পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু খাদ্যগুদাম কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। পরে খাদ্যগুদাম কর্মকর্তা শাহীনুর রহমান পৌরসভায় গিয়ে খারাপ চাল পরিবর্তন করে দিতে চান। কিন্তু মেয়র খারাপ চাল আটকে দিয়ে জানতে চান- এই নিম্নমানের চাল কোথা থেকে এলো?
 
এদিকে, চালের ঘটনার কোনো সমাধান না হওয়ায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চালের বস্তাগুলো পৌর চত্বরে পড়ে রয়েছে। এ ঘটনায় মেয়রের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সোমবার রাতে একটি তদন্ত টিম ও মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হকের নেতৃত্বে তিন সদস্যের অপর একটি তদন্ত টিম পৌরসভায় আসে। 
 
এদিকে, সোমবার বিকাল থেকে মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ঘটনা ধামাচাপা দিতে খাদ্য বিভাগ ও চাল ব্যবসায়ী সিন্ডিকেটের তৎপরতা অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন মেয়র।
 
পৌরসভার দাবি, নিম্নমানের দুর্ঘন্ধযুক্ত খাবার অযোগ্য চাল দুস্থদের মাঝে বিতরণ করলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এতে সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ণ হবে। উভয়পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ঈদের আগে ভিজিএফের চাল বিতরণ নিয়ে সৃষ্ট জটিলতায় ভিজিএফের উপকারভোগী দুস্থরা পড়েছেন বিপাকে।  
 
পৌর মেয়র মামুন সরকার মিঠু বলেন, খাদ্যগুদাম থেকে নিম্নমানের দুর্গন্ধযুক্ত চাল সরবরাহ করা হয়েছে, যা খাওয়ার যোগ্য নয়। এ বিষয়ে অভিযোগ করলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে তদন্ত টিম এসে চাল পরীক্ষা-নিরীক্ষা করে যায়। তারা সরেজমিন দুর্গন্ধযুক্ত নিম্নমানের চাল পরিবীক্ষণ করে চলে যান। কোনো সমাধান না দেয়ায় ঈদের আগে ভিজিএফের চাল দুস্থদের মাঝে বিতরণ করতে ঝামেলা হচ্ছে। দুস্থরা ঈদের আগে চাল না পেলে এর দায়ভার উপজেলা খাদ্য বিভাগকে নিতে হবে। 
 
কুড়িগ্রাম সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ও তদন্ত টিমের আহ্বায়ক নাজমুল হক মুঠোফোনে জানান, আমরা তদন্ত করেছি। যেভাবে অভিযোগ করা হয়েছে, চালগুলো অক খারাপ নয়। গুদামে ৭-৮ মাস পড়ে থাকলে চালের রং পরিবর্তন হয়। এছাড়া দুবার ছাঁটাইয়র চালে একটু গন্ধ থাকে। আমাদের তদন্ত রিপোর্ট জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে দেয়া হবে। তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন।
 
তিনি আরো বলেন, যতটুকু আমি জানি মঙ্গলবার উলিপুর খাদ্য বিভাগ মেয়রের সাথে যোগাযোগ করে চালগুলো পরিবর্তন করে দিতে চেয়েছেন। কিন্তু মেয়র এ বিষয়ে লিখিত আদেশ চেয়েছেন। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার জানান, সোমবার রাতে ও মঙ্গলবার দুটি তদন্ত টিম এসেছিল। আমি যতটুকু শুনেছি, সোমবার রাতের তদন্ত টিম চাল খারাপের বিষয়টি মেয়রের কাছে স্বীকার করেছে। মঙ্গলবারের তদন্ত টিম কর্তৃপক্ষকে তাদের প্রতিবেদন জমা দেয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। চাল বিতরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনে খারাপ চাল দায়িত্বশীদের হেফাজতে রেখে ভিজিএফের চাল বিতরণের ব্যবস্থা করা হবে।

এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী