মালয়েশিয়ায় মৃত্যুশয্যায় প্রবাসী বাংলাদেশি, দেখার কেউ নেই

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি :সবাই যখন ঈদ আনন্দ উদ্যাপনে ব্যস্ত সময় পার করছে, মাহবুব আলম তখন মালয়েশিয়ার শাহ আলম হাসপাতালে বাঁচা-মরার সন্ধিক্ষণে। বাংলাদেশি প্রবাসী মাহবুব ২২ জুন দুর্ঘটনার শিকার হন নিজে।
মালয়েশিয়ায় মৃত্যুশয্যায় প্রবাসী বাংলাদেশি, দেখার কেউ নেই
চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড আঘাতে তার মুখের হাড় ভেঙে গেছে, ডান চোখ নষ্ট হয়ে গেছে, শিরা ছিঁড়ে মাথার ব্রেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উন্নত চিকিৎসা পেলে এ রেমিট্যান্স-যোদ্ধার সুস্থ হয়ে উঠার সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
নদীভাঙনে সহায়-সম্বল হারানো মাহবুবের তিন মেয়ে ও স্ত্রী থাকেন গাজীপুর বোর্ডবাজারে একটি ভাড়া বাসায়। পুরো সংসার নির্ভরশীল মাহবুবের ওপর, যে নিজেই এখন মৃত্যুশয্যায়।
চিকিৎসকরা বলছেন, মাহবুবের উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া অনেক ব্যয়বহুল। এখন পর্যন্ত ৪০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ) বিল বকেয়া আছে। এ টাকা পরিশোধ না করলে চিকিৎসা চালিয়ে যাওয়া মুশকিল বলেও জানান তারা।
শুরুতেই আইসিইউতে রাখা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে এইচডিডব্লিউ-তে রাখা হয়। বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে চিকিৎসা অব্যাহত না রাখলে বাঁচানো সম্ভব না-ও হতে পারে বলে জানান চিকিৎসকরা।
হাসপাতাল থেকে ফিরে মাহবুবের ভাতিজা আনোয়ার হোসেন জানান, মাহবুব সাব এজেন্ট নেয়া এক মালয়েশিয়ানের অধীন কাজ করেন। শুরুর দিকে সেই এজেন্ট কিছু সহযোগিতা করলেও এখন সে অপারগতা প্রকাশ করছে। রাওয়াং-এ থাকা আনোয়ার নিজেও একজন শ্রমিক। কাজের ফাঁকে চাচাকে দেখতে যান। নিজের সামান্য আয় থেকে ইতোমধ্যে তিন হাজার রিঙ্গিত (প্রায় ৬৮ হাজার টাকা) ব্যয় করেছেন। আনোয়ার আরও জানান, তার চাচার পরিবার খুবই অসহায়। তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব নয়। এ অবস্থায় সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান আনোয়ার। তিনি বলেন, সবার একটু সহযোগিতা পেলে হয়তো বাঁচবেন তারা চাচা।
উল্লেখ্য, ২০১৬ সালে সরকারি ভিসায় পাম অয়েল বাগানে কাজ নিয়ে মালয়েশিয়ায় আসেন মাহবুব। পাম অয়েল বাগানের ভিসা শেষ হলে অবৈধ হয়ে যান তিনি। তবে সরকারের রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় বৈধ হওয়ার জন্য সব প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছেন মাহবুব।
এদিকে দুর্ঘটনার বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে অবহিত করা হয়েছে। অসহায় এ প্রবাসীর সহযোগিতায় সরকারিভাবে সহযোগিতার প্রত্যাশা করছে মাহবুবের পরিবার। একই সঙ্গে দেশ ও প্রবাসে থাকা বিত্তবানদের কাছেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। আহত মাহবুব আলম সম্পর্কে খোঁজখবর নিতে যোগাযোগ করতে পারেন +৬০১৬২৬৬২১৬২, +৬০১৪২৬৬০০৩৯ নম্বরে।
এমএসএম / এমএসএম

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

কাতারে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল রুয়াইস ট্রাভেলস এর দ্বিতীয় শাখা

কাতারে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে

ঈদুল আজহায় কাতার মাতাবেন নগর বাউল জেমস সহ বাংলাদেশী শিল্পীরা

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পর্তুগাল শাখার কমিটি গঠন

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

কাতারে যাত্রা শুরু করলো, বাংলাদেশি প্রতিষ্ঠান এ আর ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

কাতারে কাশেম আলী'র মৃত্যুতে দোয়া মাহফিল করেছে প্রবাসী চট্রগ্রামবাসী

কাতারে "দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি" কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied