উল্লাপাড়ায় হাটিকুমরুল জবা দই মিষ্টির দোকানে অতিরিক্ত অর্খ আদায়ের অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্বরের পুর্ব পাশে অবস্থিত নামি দামি দই মিষ্টির দোকান জবা দইঘর এর মালিক ও ম্যানেজার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, এভার গ্রীন দই মিষ্টির দোকান,হানিফ দই মিষ্টির দোকান,মুক্তা হোটেলের দই মিষ্টির দোকান,ভাই ভাই হোটেলের ্দই মিষ্টির দোকানসহ বেশ কয়েকটি দোকান ঘুরে দেখাযায় জবা দই ঘররের ম্যানেজার শ্যাম তিনি অতিরিক্ত দামে মিষ্টি বিক্রি করছে ।
প্রতি কেজি সাদা মিষ্টি ৩২০ টাকা দরে, চমচম প্রতি কেজি ৩৮০টাকা দরে,শরা দই প্রতি কেজি ২৪০টাকা দরে,খুটি দই ৪৮০টাকা দরে,রসমালাই প্রতি কেজি ৪৮০টাকা দরে বিক্রি হচ্ছে ।
রফিকুল ইসলাম ও শাহিন আলম নামের দুই ব্যক্তি যানান, জবা দই মিষ্টির দোকানে প্রতি কেজি দই ও মিষ্টিতে প্রায় ৪০-৬০ টাকা বেশি নেয়া হচ্ছে কিছু বোলতে গেলেই ম্যানেজার শ্যাম বলছেন দূধও চিনির দাম বেশি।
জবা দই ঘর এর মালিক ভবন চন্দ্র ঘোষ বলছেন, ঈদ মার্কেট তাই দাম বেশি নেয়া হচ্ছে তা ছাড়া দুধ ও চিনির দাম বেশি হওয়ার কারনেও দাম বেশি নেয়া হচ্ছে ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রশাসন বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে ।
এমএসএম / এমএসএম