বগুড়ায় ৪০ বছরের অপদখলীয় সরকারি রাস্তা উদ্ধার
‘এখন আর কাদো লাগবি না, আমরা আরামত স্কুলে যাবার পারমু’- কথাগুলো বলেই দৌড়ে চলে গেল চকসাদি গ্রামে বসবাসকারী বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজমুল।
ঘটনাটি শেরপুর উপজেলার মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের চকসাদি, কাশিয়াবালা ও বিনোদপুর নামক তিন গ্রামের মানুষের চলাচলের প্রায় ৪০ বছর ধরে অপদখলীয় দেড় কিলোমিটার রাস্তা উদ্ধারকে কেন্দ্র করে। বছরের পর বছর ধরে চলে আসছিলো গ্রামবাসীদের মধ্য এই বিরোধ।
সরেজমিন জানা যায়, স্বাধীনতা পূর্বের এই রাস্তাটি স্বাধীনতা পরবর্তী সময়ে রাস্তার দুপাশের জমির মালিকেরা রাস্তা কেটে তাদের ফসলি জমির সাথে একাকার করে ফেলে। শুরু হয় এলাকাবাসীর দুর্ভোগ। জমির ফসল কেটে বেশি মজুরি দিয়ে মাথায় করে বহন করে নিতে হয় বাড়িতে ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষক। অসুস্থ রোগীকে কোলে-কাঁধে করে নিতে হয় চিকিৎসার জন্য। শিক্ষার্থীদের অতি কষ্টে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। ফসল বিক্রি করতে পরিবহনের জন্যও গুনতে হয় বাড়তি টাকা অথবা কম মূল্যে বড়িতে বসে জিম্মি হতে হয় ব্যবসায়ীদের কাছে। এলাকার মানুষের দাবির প্রতি সাড়া দিয়ে শেরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন সরেজমিনে পরিদর্শন করে বৃহস্পতিবার ১৪জুলাই দিনভর তার সহকর্মীদের নিয়ে ১নং খাস খতিয়ানভূক্ত উক্ত অপদখলীয় রাস্তাটি মেপে উদ্ধার করে লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করে দেন।এই সড়ক উদ্ধার হওয়ায় দুই ইউনিয়নের তিনগ্রামের পাঁচ হাজার মানুষ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা এবং সুঘাট ইউনিয়নের চকসাদি ও বিনোদপুর গ্রাম পাশাপাশি। ওই তিন গ্রামের বাসিন্দাদের চলাচলের দেড় কিলোমিটারের গ্রামীণ সড়ক দীর্ঘ বছর আগে কেটে নিজ নিজ আবাদী জমির মধ্যে নিয়ে নেন কৃষকেরা। পরবর্তীতে ওই সড়ক বের করা নিয়ে গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে তারা রাস্তার প্রয়োজন অনুভব করা শুরু করেন।অবশেষে এসি ল্যান্ডের হস্তক্ষেপে গ্রামবাসীরা তাদের সড়ক পেলেন।
চকসাদি কাশিয়াবালা দাখিল মাদরাসার সুপার মো. রুহুল আমিন আজাদী এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, রাস্তা না থাকার দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেলো মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের তিন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, উপজেলার মির্জাপুর ও সুঘাট ইউনিয়নের কাশিয়াবালা, চকসাদি ও বিনোদপুর মৌজার প্রায় দেড় কিলোমিটার রাস্তা উদ্ধার হওয়ায় থাকায় গ্রামবাসী ও শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ কাটল।
এমএসএম / জামান
বারহাট্টায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
নরসিংদীতে নতুন ডেঙ্গু শনাক্ত ১৭ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৪৩
মনপুরায় দুই জননীর ঘর থেকে ওয়ার্ড জামায়াত সভাপতি আটক
রাণীনগরে ইসলাম ও রাষ্ট বিরোধী ইসকন সংগঠন নিষিদ্ধ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
তানোরের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিহা সুলতানা
অফিস-মাঠ আছে, কমিটি ও খেলাধুলার আয়োজন নেই
নেত্রকোণার মোহনগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হোমনায় এ্যাড. আজিজুর রহমান মোল্লার গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ
জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার
বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ
বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে লুট, দুই যুবক গ্রেপ্তার