শিমুলিয়া নৌপথে ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছে মানুষ
করোনার সংক্রমণ ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এ কারণে বুধবার (৩০ জুন) সকাল থেকে ফের যাত্রীদের ভিড় বেড়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে। ঢাকা থেকে আসা যাত্রীদের চাপ বেশি থাকায় চলাচলরত প্রতিটি ফেরিতে গাদাগাদি করে পারাপার হচ্ছে মানুষ।
দুপুর ১২টায় বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক জামালউদ্দিন বলেন, কাল থেকে কঠোর লকডাউন শুরু হওয়ার কারণে ঢাকা থেকে প্রচুর যাত্রী আসছেন। একেকটি ফেরিতে এক হাজারের বেশি যাত্রী বহন করছে। এসব যাত্রীর বেশিরভাগই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার। শিমুলিয়া ঘাট থেকে আসা প্রতিটি ফেরিতে গাদাগাদি করে মানুষ পার হচ্ছে। ফেরিতে যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যাই বেশি। বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামার পরে যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুলিশ কাজ করছে।
তিনি আরো বলেন, ঘাটে কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যাত্রীরা ঘাটে নেমে কিছুটা পথ হেটে থ্রি হুইলার ও মোটরসাইকেলে উঠছেন। এসব যানবাহন মহাসড়কও ব্যবহার করছে না। গ্রামের আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। তাই তাদের আটকানো সম্ভব হচ্ছে না।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। গতকাল মঙ্গলবার এই নৌপথে যাত্রীদের চাপ ছিল কম। তবে বুধবার থেকে ফের বেড়েছে যাত্রীদের ঘরমুখো যাত্রা। নৌপথে ৪টি রোরো, ৫টি ডাম্পসহ ১৪টি ফেরি চলাচল করছে। ফলে নৌপথে যানবাহনের কোনো জটলা নেই। ফেরিতে পণ্যবাহী গাড়ির চেয়ে ব্যক্তিগত গাড়ি ও মানুষ বেশি পারাপার হচ্ছে। একই সঙ্গে পারাপার হচ্ছে জরুরি সেবামূলক অ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি।
বরিশালগামী ঘরমুখো যাত্রী মো. সাইদুল রহমান বলেন, ‘ঢাকায় দোকান বন্ধ তাই মালিক ছুটি দিয়েছে। বাড়ি চলে যাচ্ছি। আবার ফোন দিলে ঢাকায় যাব। খালি খালি ঢাকায় থাইকা লাভ কী?'
পরিবার নিয়ে বাড়ি ফেরা শুভ চৌধুরী নামে পটুয়াখালীগামী যাত্রী বলেন, 'লকডাউনে সবকিছু বন্ধ থাকবে। ঢাকায় চার দেয়ালে বন্দি থাকার চেয়ে বাড়িতেই ভালো। তাই স্বাস্থ্যবিধি মেনেই চলে এসেছি।'
ঢাকায় দিনমজুরি করা রাসেল আহমেদ বলেন, বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন থাকায় তার কাজও বন্ধ। তিনি বলেন, ‘বায়িং হাউসে কাম করি। কাল থেকে কাজ নাই। ঢাকায় থাকলে খরচা বেশি। তাই এখন কষ্ট কইরাই দেশের বাড়ি যাইতাছি।'
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বেশি। ভোর থেকেই দক্ষিণাঞ্চলের মানুষ বাড়ি ফিরছেন। শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপ বেশি। তবে ঢাকাগামী যাত্রীদের চাপ অন্যান্য দিনের চেয়ে বেড়েছে। যাত্রী ও ঘাটে আটকে থাকা পণ্যবাহী পরিবহন পারাপার হচ্ছে।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫