ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

সাতকানিয়ায় ইউপি সদস্য নাজিমের সহযোগী ইয়াবাসহ পুলিশের হাতে ধরা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ৪:১০

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য নাজিমের অন্যতম সহযোগী ছদাহার ইয়াবা ডনখ্যাত সেলিম সাতকানিয়া থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়েছেন। আটককৃত ইয়াবা সেলিম (৩৫) ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এজামিয়ার ছেলে।

শুক্রবার (১৫ জুলাই) রাতে উপজেলার ছদাহার ৬নং ওয়ার্ডের নিজ বসতবাড়ি থেকে সেলিমকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এসআই মো. ইকরাম।

তিনি বলেন, সাতকানিয়া থানাসহ আটককৃত সেলিমের বিরুদ্ধে ৪টি মাদক একং ১টি ডাকাতিসহ মোট ৬টি মামলা রয়েছে। সে (সেলিম) এই জনপদের ভয়ংকর মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (আজ) সকালে আদালতে নেয়া হয়েছে।


স্থানীয়সুত্রে অনুসন্ধানে জানাযায়-ছদাহা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃনাজিমের ইয়াবা-ব্যবসার  অন্যতম সেকেন্ড ইন কমান্ড হলেন সেলিম। 
ইউপি সদস্য নাজিম বেশ কিছুদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিতে পলাতক থাকলে তার ব্যবসার হাল ধরেন এই সেলিম।মূলত নাজিমের ট্যাবলেট নিয়েই তিনি(ইয়াবা সেলিম) পুলিশের হাতে গ্রেফতার হয়।

শুধু তাই নয়-এলাকার একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন-কয়েকদিন আগেও র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া আফজল নগরে স্বামী স্ত্রীর ইয়াবা ব্যবসা নামক যে শিরোনাম হয়েছিলো বিভিন্ন গনমাধ্যমে সেই স্বামীও ছিল ইউপি সদস্য নাজিমের ড্রাইভার।

তবে গোপন সূত্রে জানা যায়-নাজিমের ইয়াবা ব্যবসা প্রকাশ পেলেই তিনি এখন বিদেশ পলাতক।

গোয়েন্দা সুত্রে এই প্রতিবেদককে নাম প্রকাশ না করার শর্তে  অনেকেই নিশ্চিত  করেছেন নাজিম যেখানেই যাক তার প্রশিক্ষিত বিশ্বস্ত টীম দিয়ে সে ব্যবসা পরিচালনা করতে সক্ষম।
তার বিশ্বস্ত টীমের মধ্যে ৭/৮জনই মূলত ভাল মুখোশের আড়ালে এবং বিভিন্ন রাজনৈতিক 
নেতার ছত্রছায়ায় তাদের বিশেষ আশীর্বাদে ব্যবসা চালাচ্ছে দেদারসে। 

অপরদিকে এই নেটওয়ার্কের অনেক সদস্য সাতকানিয়া পৌরসভাসহ মাদার্শা ইউনিয়ন, সাতকানিয়া সদর ইউনিয়ন,পূর্ব ছদাহাও খাগরিয়ায় বিভিন্ন স্পটে ইয়াবা বিক্রি করেন বলে বিশেষ সুত্র নিশ্চিত করেন।

জামান / জামান

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা