ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

শাহজাদপুরে উন্নয়ন প্রকল্পের টাকা চেয়ারম্যানের পকেটে


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-৭-২০২২ দুপুর ৩:২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চেয়ারম্যান কাগজপত্রে প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই বরাদ্দের টাকা ও চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। 

শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের সাধারণ প্রকল্প কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে চর কাদাই ব্রিজ হতে হাতেম সরকারের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণের নামে ১ লাখ ২৩ হাজার টাকা, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পে চর কাদাই আমিনুলের বাড়ি হয়ে রফিকের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের নামে ১.৬০০ মেট্রিক টন চাল, টিআর প্রকল্পে বেলতৈল ইউনিয়ন পরিষদ ভবন উন্নয়নের নামে ২ লাখ ৫০ হাজার টাকা এবং কাদাই বাদলা পাকা রাস্তা হতে গোপীনাথপুর কাশেমের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের নামে ১ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ পায়। ২০২১-২২ অর্থবছরের তৃতীয় পর্যায়ের সাধারণ প্রকল্প টিআর চর কাদাই মোতালেবের বাড়ি হয়ে মুজাম্মেলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের নামে ৯৫ হাজার টাকা বরাদ্দ পায়। কিন্তু কোনো কাজ না করেই প্রকল্পের বিল উত্তোলন করেছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম।   

কাগজ-কলমে বেলতৈল ইউনিয়ন পরিষদ ভবন উন্নয়ন (টিআর) প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং অপর ৪টি প্রকল্পের সভাপতি ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম চান্নু। কিন্তু ৪টি প্রকল্পের কাজের বিষয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম চান্নু কিছুই জানেন না বলে জানান। প্রকল্পের বরাদ্দের ব্যাপার ধামাচাপা রাখার জন্য ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে কোনো তথ্য হালনাগাদ করা হয়নি।

উন্নয়ন প্রকল্পের লাখ লাখ টাকার হরিলুটে এলাকায় চলছে সমালোচনার ঝড়। ইউনিয়নবাসীর অনেকেই বলছেন, বরাদ্দের টাকা ও চাল আত্মসাতের জন্যই সব প্রকল্পই চেয়ারম্যানের নিজ এলাকায় দিয়েছে। অপরদিকে সচেতন মহলের প্রশ্ন, কাজ না করে বিল উঠল কিভাবে?

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত দেখভাল কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছাড়া কোনোভাবেই লাখ লাখ টাকা আত্মসাৎ করা সম্ভব নয় বলে অনেকের ধারণা। 

সরজমিন দেখা যায়, চর কাদাই ব্রিজ হতে হাতেম সরকারের বাড়ি, আমিনুলের বাড়ি হয়ে রফিকের বাড়ি, মোতালেবের বাড়ি হয়ে মুজাম্মেলের বাড়ি একই রাস্তায়। অত্র এলাকার আনোয়ার হোসেন, হান্নান মোল্লা আবুল, রাকিব হাসানসহ মুজাম্মেলের সাথে কথা বলে জানা যায়, এখানে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে রাস্তা হয়েছে, এখনে ইউপি চেয়ারম্যান কোনো কাজ করেনি।

মুজাম্মেল বলেন, আমি অন্যের বাড়ি দিয়ে যাতায়াত করি। বিগত ১৫ বছরেও কেউ এখানে রাস্তা বা মাটি ভরাট করেনি।

স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের সভাপতি ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল বলেন, এখানে আমি রাস্তা করার জন্য মাটি ভরাট করেছি। তবে শুনেছি ওই জায়গায় পিআই অফিস প্রকল্প দিয়ে কাজ না করেই আমার কাজ দেখিয়ে টাকা তুলে নিয়েছে।

কাদাই বাদলা পাকা রাস্তা হতে গোপীনাথপুর কাশেমের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত তো দূরের কথা, এখানেও বিগত ১০ বছরের কেউ কখনো রাস্তা মেরামত করেনি; এমনই অভিযোগ করে বললেন সাইফুল ইসলাম (ফটিক), স্বপন মিয়া, মঞ্জিল প্রাং, আব্দুল মান্নান, আইয়ুব আলীসহ এলাকাবাসী। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটা যায় না। যেন এক রমক মরণফাঁদ হয়ে যায়। 

অপরদিকে ইউনিয়ন পরিষদ উন্নয়নের নামে একটি হাজার লিটারের ট্যাংক এবং পরিষদের পয়োনিষ্কাশন ব্যবস্থার কাজ না করেই প্রকল্পের বিল তুলে নিয়েছেন উক্ত প্রকল্পের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।

এ বিষয়ে বেলতৈল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিশেষ বরাদ্দের কাজের পর থেকে আমি কাজ করেছি এবং গত পরশু থেকে গোপীনাথপুর কাশেমের বাড়ি পর্যন্ত কাজ ধরেছি। রংয়ের কাজ বাদ আছে, তা আমি করিয়ে নিচ্ছি। তাহলে কাজ না করেই বিল তুললেন কিভাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কর্তৃপক্ষ দিতে পারে। তিনি আরো বলেন, সংবাদ পরিবেশন করলে ভুল বোঝাবুঝি হবে, সম্পর্ক নষ্ট হবে।

কাজ না করেই বিল উত্তলনের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রশ্ন করেন গিয়ে। চেয়ারম্যান আমাকে বলেছেন এগুলো নিয়ে যদি কোনো ঝামেলা হয় তা আমি ম্যানেজ করব। আপনি গিয়ে রফিকের কাছে ফোন ধরিয়ে আমাকে দেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, প্রকল্পগুলোর ব্যাপারে অভিযোগ পেয়েছি। কাজ না করে যদি বিল তুলে থাকে, তা তদন্ত করে প্রমাণিত হলে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকতা কিভাবে বিল দিল সে বিষয়েও বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু