খরায় পুড়ে চৌচির আমন ক্ষেত, উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা

বগুড়ার শেরপুরে বর্ষার ভরা মৌসুমেও বৃষ্টির দেখা নেই। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষকরা। তুলনামূলকভাবে বৃষ্টিপাত না হওয়ায় চলতি মৌসুমে রোপা আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকন। অন্যান্য বছর এই সময় আমন ধান লাগানোর কাজ প্রায় সম্পন্ন হয়ে যায়। কিন্তু এ বছর প্রয়োজনের তুলনায় অনেক কম বৃষ্টি হওয়ায় এবং প্রচণ্ড খরায় আমন ধান চাষে পিছিয়ে যাওয়ায় উপজেলা কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত অর্জিত হয়নি। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের।
লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। বর্ষায় সেচবিহীন কম খরচে ধান চাষ করে লাভের স্বপ্ন দেখে উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকরা। প্রয়োজন মত বৃষ্টি না হওয়ায় কৃষকের লাভের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। চিন্তা বাড়ছে তাদের। জমি শুকিয়ে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে লাগানো ধান গাছ। এমনকি প্রয়োজন মতো বৃষ্টি না হওয়ায় উল্লেখযোগ্য অংশ জমিতে এখনও ধানের চারা রোপণই করতে পারেননি কৃষকরা। এই পরিস্থিতিতে নিরুপায় হয়ে চলতি আমন মৌসুমে চারা রোপণ ও আউশ ধানক্ষেত রক্ষায় শ্যালো মেশিন কিংবা বিদ্যুৎ চালিত সেচ পাম্প দিয়ে জমিতে সেচ দিচ্ছেন অনেক কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ১০ টি ইউনিয়নে ২২হাজার ৪০০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা থাকলেও এখনও পর্যন্ত ১ হাজার ২০০ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে। শুধুমাত্র বৃষ্টি না হওয়ার কারণে ধান রোপণ পিছিয়ে যাচ্ছে।
কুসুম্বী ইউনিয়নের খিকিন্দা গ্রামের কৃষক মনিরুজ্জামান জানান, এভাবেই যদি খরা চলতে থাকলে, ইরি ধানের মতো করেই জমিতে সেচ দিতে হবে। তাহলে ধান চাষ করে লোকসানের মুখ দেখতে হবে।
খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের সাইফুল নামের আরেক কৃষক জানান, গত প্রায় ১৫ দিন হতে বৃষ্টির দেখা নেই। এদিকে আমনের চারা রোপণের সময় পেরিয়ে যাচ্ছে। তাই সঠিক বয়সের চারা রোপণের লক্ষ্যে জমিতে সেচ দিয়ে চারা রোপণ করছি।
গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ গ্রামের সাবেক সেনা সদস্য রেজাউল করিম বলেন, অতিবৃষ্টিতে এবার ধান যেমন ঘরে তুলতে পারিনি, অনাবৃষ্টিতেও রোপা আমন লাগাতে পারছি না।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, আমন ধান সম্পূর্ণ বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হওয়ায় রোপা আমন লাগাতে পারেননি অনেক কৃষক। অনাবৃষ্টির কারণে সেচ দিয়ে দ্রুততম সময়ে সঠিক বয়সের আমন চারা রোপণ করার জন্য উপজেলা কৃষি বিভাগ থেকে পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়াও কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণকে নির্দেশনা দেয়া হয়েছে।
এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
Link Copied