তাড়াশে পবিত্র হজ শেষ করে অফিসে যোগদান করলেন উপজেলা চেয়ারম্যান
সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র হজ পালন শেষ করে দেশে ফিরে এসে উপজেলা পরিষদে যোগদান করলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। ১৭ জুলাই রবিবার সকাল ১০ টার দিকে তিনি উপজেলা পরিষদের তার নিজ কার্যালয়ে এ যোগদান করেন। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান। উপজেলা পরিষদের চেয়ারম্যান পবিত্র হজ¦ পালন করতে যাওয়ায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান। তিনি দায়িত্বে থাকাকালীন সকল কর্মকান্ড বাস্তবায়ন,যাবতীয় কাগজ পত্রসহ হস্তান্তর করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির কাছে।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, আমি হজ¦ করতে যাওয়ায় যাকে আমার দায়িত্ব পালন করার জন্য দিয়েছিলাম সে অতি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন এজন্য মো. আনোয়ার হোসেন খানকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এমএসএম / এমএসএম