ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আক্কেলপুরে একতা ট্রেন থেকে পড়ে ১০ম শ্রেণির ছাত্রের মৃত্যু


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৮-৭-২০২২ দুপুর ১১:২৮

জয়পুরহাটের আক্কেলপুরে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে রেলের ব্রিজের সাথে ধাক্কা খেয়ে নদীতে পড়ে ১০ম শ্রেণিতে পড়ুয়া মেহেদী হাসান নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নদীতে পড়ার প্রায় ১৪ ঘণ্টা পরে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর গ্রামের রেলের হলহলিয়া নামক ব্রীজে ঘটে।

নিহত কিশোর মেহেদী হাসান(১৫) পঞ্চগড় সদর উপজেলার রাজমহল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং রাজমহল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণিতে পড়ুয়া ছাত্র।প্রত্যক্ষদর্শী, থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রবিবার পাবানা দাদির বাড়ি থেকে নিজ বাড়ি পঞ্চগড়ে  আসার উদ্দেশ্যে পরিবারের অরো দুই সদ্যস্যদের সাথে একতা এক্সপ্রেস (আপ ৭০৫) ট্রেনে ওঠে মেহেদী। রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে রেলের হলহলিয়া ব্রিজে এসে ট্রেন থেকে পড়ে যায় মেহেদী। এ সময় তার শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া ডান হাত, মোবাইল ফোন ব্রিজে আটকে যায়।

নদীতে থাকা এক মাঝি ও ব্রিজের পাশে থাকা স্থানীয়রা তাকে নদীতে পড়তে দেখে আক্কেলপুর ফায়ার সার্ভিস, আক্কেলপুর থানা পুলিশ ও সান্তাহার রেলওয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে নদীতে তার দেহের অনুসন্ধায় চালায়। পাশাপাশি আক্কেলপুর উপজেলা নির্বহিী অফিসার স্থানীয় ও জেলেদের সহায়তায় ফায়ার সার্ভিসের সাথে সন্ধ্যা থেকে প্রায় রাত সাড়ে১০ টা পর্যন্ত উদ্ধার চেষ্টা করে। এর পরেও তার দেহ উদ্ধার না হওয়ায় সোমবার সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাড়ে ৮টায় এসে তার মৃত দেহ উদ্ধার করে। তার মৃত দেহ গতকাল সন্ধ্যা থেকে প্রায় ১৪ ঘন্টা নদীতে ছিল। ব্রিজে পাওয়া মেহেদেীর মোবাইলের মাধ্যমে ঘটনার পরপরই তার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়।

নিহতের চাচা সুজন আলী বলেন, আমারা ফোনের মাধ্যমে খবর পেয়েছি। ট্রেন থেকে কিভাবে পড়েছে সাথে যারা ছিল তারাও বলতে পারে না।’ জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শওকত আলী জোয়াদ্দার বলেন, ‘খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় তিন ঘন্টা প্রচেষ্টা চালিয়ে লাশ উদ্ধার সম্ভব হয়নি। পরে রাজশাহী ফায়ার সার্ভিসে যোগাযোগ করে সেখান থেকে ডুবুরি দল এসে প্রচেষ্টা চালিয়ে সকাল সাড়ে আটায় লাশ উদ্ধারে সক্ষম হয়।

এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, ‘লাশটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের হবে এবং আইনী প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। 

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা