বগুড়ার শেরপুরে এ পর্যন্ত পাকা দালান পেল ৩৪৫ পরিবার
বগুড়ার শেরপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে তৃতীয় পর্যায়ে নতুন করে আরো ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের পাকা দালানের দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছে শেরপুর উপজেলা প্রশাসন।
এদিন শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের বাঁশবাড়িয়ায় ৬টি, বিশালপুর ইউনিয়নের সাবাড়িয়ায় ৬টি, তেতুলিয়ায় ২টি, কলোনিতে ১টি, বুলাকীতে ৩টি, নাইশিমুলে ১টি এবং মির্জাপুর ইউনিয়নের ভাঁদড়ায় ২৬টি ঘরসহ আশ্রয়ণ প্রকল্প-২-এর তৃতীয় পর্যায়ের মোট ৪৫টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হলো। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫৯৯ টাকা এবং পরিবহন প্রায় ৫ হাজার টাকা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (মুজিববর্ষ) উপলক্ষে তালিকায় থাকা এসব ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর করে দিচ্ছে সরকার। এ পর্যন্ত শেরপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৩৪৫টি পরিবার পাকা বাড়ি পেল। এ প্রকল্প বাস্তবায়নের মধ্যদিয়ে অসহায় ভূমিহীন এবং গৃহহীন পরিবারের স্বপ্নপূরণ হবে।
দলিল ও চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হবিবর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গনমাদ্যম কর্মী, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো শহিদুল ইসলামসহ দলীয় নেতা-কর্মী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, একই সঙ্গে একক গৃহ ও ব্যারাকে এতো বেশি সংখ্যক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার ঘটনা বিশ্বে এটাই প্রথম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প একক গৃহনির্মাণের সামগ্রিক কার্যক্রম সমন্বয় করছে। উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে গৃহ নির্মাণ করা হচ্ছে।
এমএসএম / জামান
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
Link Copied