ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পাইকগাছায় মাদ্রাসা শিক্ষক আনিছ ফকিরের কাছে ১০ পরিবার জিম্মি


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ৩:১০

খুলনার পাইকগাছায় মাদ্রাসা শিক্ষক আনিছুর রহমানের রোষানলে জিম্মি হয়ে পড়েছে ১০টি পরিবার। অক্ষরজ্ঞানহীন পরিবারগুলোর নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে রীতিমতো হয়রানি ও পৈত্রিক ভিটা ছাড়তে বাধ্য করার পাঁয়তারা করছে বলে অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার এমন অভিযোগে ভুক্তভোগী পরিবার কপিলমুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

এ সময় পরিবারগুলোর পক্ষে লিখিত বক্তব্যে নাজমা আক্তার জানান, উপজেলার নগরশ্রীরামপুর গ্রামের মৃত অজিয়ার ফকিরের ছেলে ও হাবিবনগর ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. আনিছুর রহমান ফকির তাদের প্রতিবেশী। নগরশ্রীরামপুর মৌজায় বিআরএস ১৬৮নং খতিয়ানের ২৯৫ দাগে সওকত আলী ফকির, আবুবকর ফকির, নাছিমা বেগম, সাহিদা বেগম, সর্বপিতা চাঁদ আলী ফকির গংয়ের নামে হিস্যা অনুযায়ী ৩৬ শতক জমি চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়। সে অনুযায়ী ১০টি পরিবার তাদের সন্তানাদি নিয়ে শান্তিপূর্ণ ভোগদখল করে আসছে। কিন্তু উক্ত সম্পত্তির ওপর কুনজর পড়ে প্রতিপক্ষ ও পার্শ্ববর্তী জমির মালিক মাদ্রাসা শিক্ষক আনিছুর রহমানের। তিনি অক্ষরজ্ঞানহীন ১০টি পরিবারের আংশিক জমির মালিকানা দাবি করে দখল নিতে মরিয়া হয়ে ওঠেন। এরই পরিপ্রেক্ষিতে একের পর এক ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে জানান নাজমা আক্তার।

এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী-পুরুষসহ ৭ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেন মাদ্রাসা শিক্ষক আনিছ। শুধু তাই নয়, এর আগেও উপজেলা নির্বাহী অফিসারের কাছে ভুক্তভোগীদের নামে ১৪৪ ধারার মামলা করে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন আনিছ, যার মামলা নাং এম আর ১৫/২২।

এদিকে আদালতে মামলা করার পরও শিক্ষক আনিছুর রহমান ফকির বসে নেই। ভাড়া করে বহিরাগত কিশোর গ্যাং এনে জমি জবর দখলের চেষ্টা অব্যাহত রেখেছে বলে সংবাদ সম্মেলনে জানান নাজমা আক্তার। তার দাবি, সার্ভেয়ার এনে মাপজোপ করলেই জমির এ বিষয়টি সমাধান হয়ে যাবে, কিন্তু আনিছ তাতে রাজি হননি।

এদিকে, যে কোনো মুহূর্তে হামলা ও দখল ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করেন নাজমা। এমতাবস্থায় মাদ্রাসা শিক্ষক আনিছের এমন হয়রাণিমুলক মিথ্যা মামলা ও জমি জবরদখল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ১০টি পরিবার।

এমএসএম / জামান

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত