ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আঙ্গুলের ছাপ পরিবর্তন করে রোহিঙ্গাদের অবৈধ সিমকার্ড সরবরাহ, আটক ৫


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৬:৩৩
কক্সবাজার শহরের দি কক্স সিটি সুপার মার্কেট থেকে ২০৪টি অবৈধ সিমকার্ডসহ সিমকার্ড নিবন্ধন জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। শনিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
 
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের পাহাড়তলী নতুন বাজার এলাকার মো.; জামালের ছেলে মো. জাহিদ (১৯), কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের বদরমোকাম এলাকার খুরশেদ আলমের ছেলে মো. ফারুক (১৯), কক্সবাজার পৌরসভা ৯নং ওয়ার্ডের খাজা মঞ্জিল এলাকার মৃত মো. আলীর ছেলে মো. ইলিয়াস (২৭), কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের সদর হাসপাতাল রোড এলাকার কালীপদ সাহার ছেলে সুজন সাহা (৩০) এবং কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ড সদর হাসপাতাল রোড হরিজনপাড়া এলাকার জীবন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (২৪)।
 
র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কক্সবাজার শহরের দি কক্স সিটি সুপার মার্কেটের সামনে অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধনকৃত সিম বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর আভিযানিক দল বিষয়টির সত্যতা যাচাই করে এবং উল্লিখিত স্থান থেকে অবৈধভাবে নিবন্ধিত ২০৪টি সিমকার্ডসহ ৫ জনকে আটক করে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে সিমকার্ড বিক্রির মূলহোতা জয় বিশ্বাস জানায়, সে দীর্ঘদিন একটি টেলিকম অপারেটরে চাকরি করত এবং সেখান থেকে একটি সিমকার্ড কিভাবে অবৈধভাবে সচল ও ব্যবহার করা যায় সে ধারণা নেয়। তার এক সহকর্মী (ব্যাচমেট) চট্টগ্রামের একটি টেলিকম কোম্পানিতে বর্তমানে চাকরিরত এবং সে চট্টগ্রাম থেকে অবৈধ পন্থায় সিমকার্ড সংগ্রহ করে তা কক্সবাজারের জয় বিশ্বাসের কাছে পাঠাত। জয় বিশ্বাস কক্সবাজারের বিভিন্ন এলাকায় এগুলো চড়া মূল্যে বিক্রি করত।
 
অবৈধভাবে সিমকার্ড রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদে জানায়, টেলিকম কোম্পানিতে চাকরিরতদের (চক্রের সদস্য) কাছে কোন গ্রাহক সিমকার্ড পরিবর্তন করতে এলে তাদের আঙ্গুলের ছাপ নিয়ে যে কোনো একটি সমস্যা দেখিয়ে দ্বিতীয়বারও আঙ্গুলের ছাপ নিয়ে সিমকার্ড পরিবর্তন করে দেয়া হতো। অতঃপর গ্রাহকদের প্রথমবার আঙ্গুলের ছাপ তাদের সংগ্রহে রেখে অন্য একটি সিমকার্ড ওই গ্রাহকদের নামে রেজিস্ট্রেশন করত এবং তা বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করত।
 
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত